ট্রাম্প সিদ্ধান্তে ধাক্কা খেল ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতিতে বিদেশি তথ্যপ্রযুক্তি কর্মীদের বড়সড় ধাক্কা দিল আমেরিকা। আমেরিকার চাকরির বাজারের প্রতিলক্ষ্য রেখেছেন ভারতের যে সব আইটি কর্মীরা, তাঁদের জন্য দুঃসংবাদ। আমেরিকার স্বনিযুক্তি সংস্থাগুলো যাতে চাইলেই যখন তখন বিদেশি কর্মীদের নিজের সংস্থায় নিয়োগ করতে না পারে তাই এইচ -১ বি ভিসার মারফত নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে নয়া নির্দেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Donald Trump | newsfront.co
ফাইল চিত্র

গত ২৩ জুন ট্রাম্প প্রশাসন এইচ -১ বি ভিসা সহ অন্যান্য বিদেশি কর্মী ভিসা সাসপেন্ড করে। আসলে এই বছরটি হলো আমেরিকার নির্বাচনী বছর। তাই বিদেশি কর্মীদের আমেরিকার কাজের বাজার দখল থেকে বিরত রেখে আসলে মার্কিনিদের মন জিততে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।

২০২০-র শেষ পর্যন্ত এই সাসপেনশনের নির্দেশ জারি থাকবে বলে জানান তিনি। অনেক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী এইচ-১ বি ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে কাজ করছেন। আমেরিকার প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলি প্রতি বছর ভারত এবং চিন থেকে হাজার হাজার আইটি কর্মী নিয়োগ করে।

আরও পড়ুনঃ ভারতের পর এবার টিকটক নিষিদ্ধ করার পথে আমেরিকা, অধিগ্রহণ করতে চাই মাইক্রোসফট

ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সংস্থাগুলোতে এইচ-১ বি ভিসাধারীদের নিয়োগের বিরুদ্ধে নয়া নির্দেশে স্বাক্ষর করার আগে হোয়াইট হাউসের ওভাল কার্যালয় থেকে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যাতে আমেরিকানরা মার্কিন মুলুকে ভালোভাবে বাস করতে পারেন তা নিশ্চিত করার জন্য আজ আমি একটি নির্দেশনামায় স্বাক্ষর করছি।” বিদেশ থেকে সস্তায় কর্মীদের নিয়ে এসে নিয়োগ করে প্রকারান্তরে মার্কিন নাগরিকদের কাজের বাজার খারাপ করতে আর দেবে না তাঁর প্রশাসন, এদিনই সাফ জানিয়ে দেন আমেরিকার প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ মাছধরা নৌকায় বাড়ি ফিরলেন হানিমুনে গিয়ে লকডাউনে আটকে পড়া দম্পতি

হোয়াইট হাউসের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ নিয়োগকর্তাদের এইচ -১ বি ভিসার অপব্যবহার রুখবে। যোগ্য মার্কিন কর্মীদের বদলে বিদেশ থেকে সস্তায় কর্মী নিয়ে আসার জন্য মোটেই এই ভিসার অনুমোদন করা হয়নি, স্পষ্ট জানায় তাঁরা। তবে ট্রাম্প একথাও জানিয়েছেন যে, তিনি খুব শীঘ্রই ইমিগ্রেশন বিল নিয়ে ভাবনাচিন্তা করবেন।

তিনি বলেন, ‘এই ইমিগ্রেশন সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে হবে, ফলে এটা যে কোনও শ্রমিকের পক্ষেই দুর্দান্ত সুযোগ হবে। যাঁরা আমাদের দেশে এসে কাজ করতে চান তাঁদের পক্ষেও এটি দুর্দান্ত হবে, তবে আমাদের দেশে আইনি ভাবে থাকতে হবে এবং আমেরিকাকে ভালবাসতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here