মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
৪১ বছর পর অলিম্পিকে পদক এল হকিতে। হকির হাত ধরেই ব্রোঞ্জ পেল ভারত। জার্মানিকে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ গোলে হারিয়ে চার দশক পর টোকিও অলিম্পিক্সে পদক পেল ভারতীয় হকি দল।

দীর্ঘ ৪১ বছর পর টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দলের এই জয়ে খুশি গোটা দেশ। আর বৃহস্পতিবার সকাল থেকে এই আনন্দ উদযাপন করতে ব্যস্ত ভারতীয় দলের হকি প্লেয়ারদের পরিবার। যে যাঁর নিজের মতো করে অলিম্পিক্সে ভারতীয় দলের এই জয় সেলিব্রেট করছেন।
#WATCH | Manipur: Family members and neighours of hockey player Nilakanta Sharma in Imphal dance as they celebrate the victory of team India in Men's Hockey.
India won #Bronze medal in Men's Hockey against Germany in Tokyo #Olympics pic.twitter.com/dEF92jtNse
— ANI (@ANI) August 5, 2021
কেউ ঘরে নাচছেন, কেউবা দল বেঁধে রাস্তায় নাচচ্ছেন আবার কেউ আনন্দে আপ্লুত হয়ে বাজি পোড়াচ্ছেন। সব দুঃখকে সরিয়ে আজ যেন খুশির বাঁধ ভেঙেছে অলিম্পিক্স জয়ী হকি প্লেয়ারদের পরিবারে। ৪১ বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিল ভারতীয় হকি দল। আর তাই তো এদিন হকি টিমের জয়ে দিনরজনী আসমুদ্র অমৃতরস উথলি গেছে অনন্ত গগণে।
#WATCH | Punjab: Hockey player Mandeep Singh's family in Jalandhar celebrate after Team India clinched #Bronze medal in Men's Hockey in #TokyoOlympics
"India has won medal after many years. I'm speechless over what India has achieved today," says Mandeep's father Ravinder Singh pic.twitter.com/tQwWHnzfDS
— ANI (@ANI) August 5, 2021
এদিন শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয় কোয়ার্টারে দুরন্ত কামব্যাক ভারতীয় হকি দলের। ভারতের হয়ে এদিন জোড়া গোল করেন সিমরনজিত সিং। এদিন প্রথম কোয়ার্টারে ভারতের থেকেও জার্মানির লড়াই ছিল দুর্দান্ত। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ভারতকে ছন্দে ফেরান সিমরনজিত সিং। এরপর জার্মানির পরপর দুটি গোলে ১-৩ গোলে পিছিয়ে যায় ভারত। মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে ভারতকে ফেরালেন হর্দিক ও হরমনপ্রীত।
আরও পড়ুনঃ ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত
#WATCH | Punjab: Family members of hockey player Gurjant Singh in Amritsar celebrate the victory of Team India's match against Germany.
India won #Bronze medal in Men's Hockey in #TokyoOlympics. This is India's first Olympic medal in hockey after 41 years. pic.twitter.com/tgmXaXMVsZ
— ANI (@ANI) August 5, 2021
দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই ম্যাচের স্কোর ছিল ৩-৩। তৃতীয় কোয়ার্টার জুড়ে শুরু হয় ভারতের দুরন্ত লড়াই। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতকে এবার এগিয়ে দেন রুপিন্দর পাল সিং। ৪-১ গোলে এগিয়ে যায় ভারত। এরপর মাত্র ৩ মিনিটের ব্যবধানে ফের ভারতের হয়ে গোল করেন সিমরনজিত সিং। এটি ছিল ভারতের পঞ্চম গোল। চতুর্থ কোয়ার্টার শেষে ৫-৩ গোলে এগিয়ে থাকে ভারত। এরপরই চতুর্থ ও উইন্ডফেডারের গোলে ব্যবধান কমিয়ে দেয় জার্মানি। অবশেষে ৫-৪ গোলে ম্যাচ জিতে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584