মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সমুদ্রেও অপারেজয় হবে ভারত। অতর্কিতে হামলা চালানোই চিনের স্বভাব। কিন্তু এবার আঁটোসাঁটো ব্যবস্থা নিল ভারত। একদিকে যেমন চিনা সেনার মোকাবিলায় তৈরি হল নতুন অস্ত্র। অন্যদিকে, তেমন সমুদ্রে শত্রুপক্ষের মোকাবিলা করতে ভারতের হাতে এসে পৌঁছল সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান Poseidon-8I। হামলা চালাতে এলেই এই যুদ্ধবিমান গুঁড়িয়ে দেবে চিনা সাবমেরিনকে। সবমিলিয়ে এখন ভারতীয় নৌবাহিনীর কাছে ১১ টি পোসাইডন বিমান মজুত রয়েছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, এই বিমানগুলিতে ৫০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম এমন অত্যাধুনিক হারপুন ব্লক-২ ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়াও এই বিমানগুলিতে রয়েছে হালকা ওজনের টর্পেডো ও ডেপথ চার্জ, যা সাবমেরিন ধ্বংস করতে ব্যবহার করা হয়ে থাকে। এইমুহূর্তে নৌবাহিনীর হাতে আসা এই বিমানগুলির সমতুল্য কেউ নেই।
Indian Navy expands Maritime Reconnaissance capabilities with delivery of 11th P-8I. Indian Navy was Boeing’s first international customer for the P-8. 11th P-8I is the third of four additional aircraft under the options contract signed by the Ministry of Defence in 2016: Boeing pic.twitter.com/w6nbLmMaA1
— ANI (@ANI) October 18, 2021
আরও পড়ুনঃ চিনা সেনার মোকাবিলায় ত্রিশূল, ব্রজের মতো ‘সনাতনী’ হাতিয়ার তৈরি করল ভারত
এই পোসাইডন বিমানগুলি ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। মার্কিন সংস্থা বোয়িংয় এই বিমানগুলি তৈরি করেছে। উপকূল এলাকায় নজরদারি, শত্রুপক্ষের জাহাজ এবং সাবমেরিনের অবস্থান জানা এবং প্রয়োজনে সাবমেরিন গুঁড়িয়ে দেওয়া, সবেতেই সাফল্যের প্রথম সারিতে রয়েছে এই যুদ্ধবিমানগুলি। ফলে এই বিমানগুলি যে চিনের সাবমেরিন বাহিনীর কাছে ত্রাস হয়ে উঠবে তা বলাইবাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584