কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ
পেট্রোলিয়াম কনজারভেশন রিসার্চ অ্যাসোসিয়েশন সংক্ষেপে পি,সি,আর,এ- এর উদ্যোগে আজ রবিবার খড়গপুরে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়।
ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন সারা দেশের ২০০ টি শহরের সাথে রবিবার খড়গপুরেও এই র্যালির আয়োজন আয়োজন করে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ ছিল এই র্যালি । রেল শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রেরাও এই র্যালিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর আই, আই, টির জিওলজি বিভাগের অধ্যাপক এবং টেকনোলজি স্টুডেন্ট জিমখানার সভাপতি শ্রী উইলিয়াম কুমার মোহান্তি। এছাড়াও উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শ্রী কিংশুক ভট্টাচার্য এবং স্পোর্টস অফিসার শ্রী এস পাণ্ডা।
আয়োজকদের পক্ষ থেকে ইণ্ডিয়ান অয়েলের খড়গপুর এরিয়ার অফিসার শ্রী প্রদীপ্তময় সাহা জানান যে,“পেট্রপণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং উপযোগিতা বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ এবং সচেতনতা প্রসারের উদ্দ্যেশেই এই র্যালির আয়োজন করা হয়েছে”।
আরও পড়ুন: নয়ানজুলি থেকে মৃত দুই বাইক আরোহীর দেহ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584