দক্ষিন ২৪ পরগনা, সিমা পুরকাইতঃ
জল সংকটে দক্ষিন সুন্দরবন। ভবিষ্যতে দেশের জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী এবং পরিবেশবিদরা৷ পানীয় জলের সমস্যা আজও রয়েগিয়েছে দক্ষিন সুন্দরবনের বিস্তৃর্ন এলাকায় । স্কুলে স্কুলে পানীয় জল নিয়ে সংকটে পরেছেন পড়ুয়ারা।
এবার পড়ুয়াদের পাশে বেসরকারী সংগঠন। ভারত পেট্রলিয়াম করপরেশান লিমিটেডের আর্থিক সহযোগীতায় সাউথ সুন্দরবন জনকল্যান সংঘের যৌথ্য উদ্দ্যোগে দশটি স্কুলে বসানো হয় গভীর নলকূপবাহী পানীয় কলের জল।
মগরাহাট এক নম্বর ব্লকের দুটি স্কুল পাশাপাশি কুল্পি ব্লকের আটটি স্কুলে বসান হয় গভীর নলকূপবাহী কল। ভারত পেট্রলিয়ামের স্বচ্ছ ভারত ক্যাম্পেন প্রকল্পের দ্বারা উপকৃত হবেন দুটি ব্লকের দশটি স্কুলের ৮১৪৮ জন পড়ুয়া।
কুল্পি ব্লকে রয়েছে ঢোলা হাইস্কুল, নিউ ইনট্রিগেডে গর্ভমেন্ট স্কুল, লক্ষ্মীকান্তপুর বি এইচ এম হাইস্কুল, জামতলা হাইস্কুল, জামালপুর অবৈতনিক বিদ্যালয়, কোঁচফল অবৈতনিক বিদ্যালয়, উলুরধর কৃষ্ণনগর অবৈতনিক বিদ্যালয়, রমজাননগর অবৈতনিক বিদ্যালয়।
মগরাহাট এক নম্বর ব্লকে রয়েছে ঘটকপুর স্বামী বিদ্যাপীট হাইস্কূল, হটুগঞ্জ মহারাজ নরেন্দ্র কৃষ্ণ হাইস্কুল। ১০ই ফেব্রুয়ারী থেকে ২৫শে ফেব্রুয়ারী মধ্য সম্পূর্ণ করা হয় গভীর নলকূপ বাহী কল। এক হাজার ফুট গভীর কলের সঙ্গে নির্মিত হয়েছে পাঁচফুট গভীর অপচয় জলের সংরক্ষনের শোপপিট।
আরও পড়ুনঃ বসন্তের রঙে রঙিন সূর্য মোদকের জলভরা সন্দেশ
দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ছিল স্কুলগুলি। মিডডে মিলের খাবার পেলেও জল সংকট ছিল পড়ুয়াদের মধ্যে । কল পেয়ে খুশি পড়ুয়ারা । শুধু কল নয় শৌচাগার নিয়ে সমস্যা বেড়েছে পড়ুয়াদের মধ্যে। সরকারী ভাবে স্কুল পরিকাঠামো নিয়ে প্রশ্ন চিহ্ণ দেখা দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584