নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
চলতি বছরের শেষেই বাড়তে পারে এক্সপ্রেস ট্রেনের ভাড়া। রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানিয়েছেন, পণ্যবাহী ট্রেনের ভাড়া না বাড়লেও বাড়তে পারে যাত্রীবাহী ট্রেন ভাড়া।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ গণমাধ্যমকে চেয়ারম্যান জানিয়েছেন, যেহেতু পণ্যবাহী ট্রেনের ভাড়া এখনই বেশ বেশি, তাই এক্ষেত্রে ভাড়া বাড়ার কোনও সম্ভাবনা নেই, তবে ১০% হারে বাড়তে পারে যাত্রীবাহী ট্রেনের ভাড়া। কিন্তু তা কার্যকরী হবে অবশ্যই কেন্দ্র থেকে অনুমতি পাওয়ার পর। তাই এখনও নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে।
অবশ্য রেল বোর্ডের মুখপাত্র আর ডি বাজপেয়ী জানিয়েছেন, তাদের উপর নির্দেশ এসছে ভাড়া সামঞ্জস্যপূর্ণ করার। তার মানে ভাড়া যে শুধুই বাড়ানো হবে তা নয়, কমতেও পারে।
সূত্রের খবর, ঘাটতি মেটাতে মাসকয়েক আগেই ভাড়া বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছিল রেলমন্ত্রকের তরফে।
আরও পড়ুনঃ দিঘায় ট্রলার ডুবিতে নিখোঁজ নন্দীগ্রামের মৎস্যজীবী
এর আগে ২০১৪ সালে ১৪.২ শতাংশ হারে যাত্রীবাহী ট্রেন ও ৬.৬ হারে পণ্যবাহী ট্রেনে শেষ ভাড়া বাড়িয়েছিল রেল। ‘ডায়নামিক ফেয়ার’ নীতি মেনে এর আগে রেলমন্ত্রী সুরেশ প্রভুকে ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। তবে, তিনি তা নাকচ করে দিয়েছিলেন। বর্তমানে পীযূস গোয়েলের সিদ্ধান্তের উপর সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে বলে রেলমন্ত্রক সূত্রে খবর।
জানা গেছে, চলতি বছরের শেষে প্রায় ২০ হাজার কোটি ঘাটতি হবে রেলের। কিন্তু রেল মন্ত্রকের দাবি, সামান্য হারে ভাড়া বাড়িয়ে তা পূরণ করা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত রেলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584