সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

0
104

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

demonstration for protests against govt decision | newsfront.co
নিজস্ব চিত্র

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষক ছাত্র ছাত্রীদের ধরণা অবস্থান বিক্ষোভ ষষ্ঠ দিনে পড়ল। সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছেন বিভিন্ন কলেজের অতিথি শিক্ষক ও আংশিক সময়ের শিক্ষকদের চাকরির মেয়াদ ৬০ বছর অব্দি করা হবে। এই সিদ্ধান্তে বিরুদ্ধে বিক্ষোভে সামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রছাত্রীরা।

demonstration for protests against govt decision | newsfront.co
বিক্ষোভ।নিজস্ব চিত্র

সোমবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের মূল ফটক এবং সিঁড়ি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন তারা। এমন কি গেটে তালা দেওয়া হয়। তাদের দাবি রাজ্য সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অতিথি শিক্ষক এবং সময়ের কলেজ শিক্ষকদের মেয়াদ ৬০ বছর অব্দি করে দেওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ আইনের রীতিবিরুদ্ধ বলেও তাদের অভিযোগ। এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার প্রকৃত যোগ্যতাসম্পন্ন গবেষকদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে সর্ব বাধা তৈরি করেছেন বলে তাদের দাবি।
এই নিয়ে তাদের আন্দোলন আজ ষষ্ঠ দিনে পড়ল।

আরও পড়ুনঃ অতিথি শিক্ষকদের স্থায়ী করনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

রাজ্য সরকার অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে এই আন্দোলন লাগাতার চলবে বলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়ে দিয়েছেন। এ দিনের আন্দোলনে অংশ নেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতকোত্তর বিভাগে গবেষণারত প্রায় সাড়ে ৩০০ জন ছাত্র-ছাত্রী। এই আন্দোলনকে আগামী দিনে সামনে রেখে জনমত গঠনের কাজও করা হবে বলে ওই গবেষকরা জানিয়ে দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here