প্রায় সাড়ে ১৩ হাজার শূন্য পদ বিলোপের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

0
64

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

প্রযুক্তির উন্নতির সাথে সাথে রেলের বেশকিছু পদ অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। রেলের প্রত্যেক জোনকে এক্সিকিউটিভ ডিরেক্টর উমেশ বান্দোলা এই অপ্রয়োজনীয় পদের পরিসংখ্যান জানতে চান গত ২০ই মে চিঠি দিয়ে।

railway | newsfront.co
প্রতীকী চিত্র

সেই পরিসংখ্যান অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে রেল কর্মীদের বিন্যাস করার পর দেখা যাচ্ছে দেশের মোট ১৬ টি জোনে ১৩,৪৫০ টি পদ বিলুপ্ত করে দিলেও রেলের পরিষেবায় কোনো প্রভাব পড়বে না। এই অতিরিক্ত পদের সংখ্যা সব থেকে বেশি নর্দান জোনে -২৩৫০টি।

আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে প্রায় সাড়ে ৫০০ চিকিৎসকের মৃত্যু, দিল্লিতে ১০০-র বেশিঃ আইএমএ

তবে রেলের আধিকারিকদের মত এই অতিরিক্ত পদ কমে গেলেও কারোর চাকরি খোয়ানোর কোনো আশঙ্কা নেই। তাদের মতে এরকম বহু পদ রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে খালি। আর দীর্ঘদিন ধরে খালি থাকা মানেই সেই পদ গুলোকে অতিরিক্ত অপ্রয়োজনীয় হিসাবেই ধরা হয়।

আরও পড়ুনঃ সাহায্যের হাত! করোনাকালে ভারতে ১২টন খাদ্য সামগ্রী পাঠাল কেনিয়া

তবে রেল কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই যুক্তি মানতে নারাজ। তাদের দাবি এই কয়েক হাজার শূন্য পদ বিলুপ্তির মাধ্যমে বেসরকারিকরণের পথেই এক ধাপ এগোল ভারতীয় রেল। তাদের বক্তব্য করোনায় কয়েক মাসের মধ্যে প্রায় আড়াই হাজার রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। রেলের প্রতিটি বিভাগেই কর্মচারীর অভাব রয়েছে। এভাবে পদ বিলুপ্তির মাধ্যমে নতুন প্রজন্মকে রেলে চাকরি করা থেকে নিরুৎসাহিত করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here