এবার বাতানুকূল কোচ পরিবহন করবে ম্যাগি-চকলেট, নয়া উদ্যোগ রেলের

0
59

শুভব্রত সরকার, ওয়েব ডেস্কঃ

ভারতীয় রেল ভারতের গর্ব। এটি ভারতের জীবনরেখা। ব্রিটিশদের হাত ধরে রেল ভারতে তার যাত্রা শুরু করে ১৮৫৩ সালে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। বর্তমানে ভারতীয় রেল প্রতিদিন ২০ লক্ষ টনের বেশি পণ্য পরিবহন করে।

Indian Railways

রেলের রোলিং স্টক অনুসারে ২৫০০০০ টির বেশি পণ্যবাহী ওয়াগন রয়েছে এই সংস্থার। দিনবদলের সাথে সাথে রেল পরিবর্তন এনেছে প্রযুক্তিতে। চালু করেছে আরামদায়ক শীততাপ নিয়ন্ত্রিত বাতানুকূল যাত্রীবাহী কোচ। এবার সেই প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে রেল চালু করছে পণ্যবাহী বাতানুকূল কোচ। ভারতীয় রেলের ইতিহাসে এই কোচ প্রথম চালু হচ্ছে।

রেল সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম রেল এটি চালু করেছে। চলছে পাঞ্জাবের সাহিনওয়াল স্টেশন থেকে কর্ণাটকের যশোবন্তপুর পর্যন্ত। রেল সূত্রে আরও জানা গিয়েছে, ২০ ওয়াগন যুক্ত এই মালগাড়িটি তৈরি করা হয়েছে যাত্রী পরিবহনের জন্য বাতিল হওয়া বাতানুকূল কোচ গুলি নিয়ে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের ৩৮ জোড়া ট্রেন বাতিল, মাথায় হাত পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীদের

রেলমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “এই মালগাড়িতে চকোলেট তৈরির কাঁচামাল, নুডুলস, স্নাক্স, টমেটো সস ইত্যাদি সামগ্রী বহন করা হবে “। রেলের দাবি এর ফলে পণ্য পরিবহনের খরচ অনেকটাই কমিয়ে ফেলতে পারবে অনেক কোম্পানি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here