ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, সংসদের বাইরে দলের সাংসদদের বিক্ষোভ

0
71

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ত্রিপুরায় তৃণমূল আক্রান্ত হওয়ার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এবার দিল্লিতেও পৌঁছে গেল সেই ঢেউ। ত্রিপুরায় তৃণমূল নেতাদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।

TMC Protest at Parliament
ছবি: সংগৃহীত

আজ, সোমবার সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে সমবেত হয়ে প্রতিবাদ জানান সাংসদেরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। নেতৃত্বে ছিলেন তৃণমূলের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সংসদের বাইরে এভাবেই প্রতিবাদে মুখর হতে দেখা গেল সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, শতাব্দী রায়দের। দলের নির্দেশে সব সাংসদই এই কর্মসূচিতে এদিন যোগ দেন। এদিন সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘ভারতীয় হয়ে ত্রিপুরায় যেতে পারব না, ত্রিপুরায় বিজেপি ছাড়া অন্য কোনও দল কাজ করতে পারবে না, এটা ঠিক নয়।’ তাঁর দাবি, দেশ জুড়ে যে ফ্যাসিবাদের চেহারা সামনে আসছে, তারই মহড়া হল ত্রিপুরায়। তিনি এও মনে করিয়ে দেন, যে কারও দয়ায় নয়, আইনি পথেই ত্রিপুরায় জামিন পেয়েছেন তৃণমূল নেতারা।

শনিবার, ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হামলার মুখে পড়েন এ রাজ্য থেকে যাওয়া তৃণমূলের ছাত্র ও যুবনেতারা। সুদীপ রাহা, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যর গাড়িতে পাথর ছোঁড়া হয়। ভাঙচুর করা হয় গাড়ি। আহত হন সুদীপ, জয়া। এর প্রতিবাদে ওইদিনই থানার সামনে ধরনায় বসেন আহতরা তৃণমূল নেতারা। এরপর রাতে তাঁদেরই গ্রেফতার করে স্থানীয় খোয়াই থানার পুলিশ।

আরও পড়ুনঃ বিজেপির ‘দেশপ্রেম’কে কাউন্টার করতে জাতীয় পতাকাই ভরসা বামেদের, আলিমুদ্দিনে প্রথমবার উড়বে তেরঙ্গা

রবিবার তৃণমূল নেতাদের গ্রেফতার করার পরই তড়িঘড়ি আগরতলায় ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ তাঁদের জামিনের জন্য থানায় বসেছিলেন অভিষেক সহ তৃণমূল নেতৃত্ব। পরে জামিন পাওয়ার পর রাতে কলকাতায় ফেরেন তৃণমূলের তিন যুব নেতা-নেত্রী। চিকিৎসার জন্য তাঁদের এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ একঘরে হয়েছিল আদিবাসী পরিবার, পাশে দাঁড়ালেন বীরভূমের ‘দাবাং’ এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠি

আজ, সোমবার সকালে তাঁদের দেখতে হাসপাতালে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপধ্যায় সরাসরি অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর এই হামলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here