নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
রেলমন্ত্রক সূত্রে খবর হয়েছিল চলতি বছরেই বাড়বে রেলের ভাড়া। খবরের যথার্থতা প্রকাশ পেল আজ। ২০১৯ সালের শেষ দিনেই বেড়ে গেল মেল এক্সপ্রেস ট্রেনের ভাড়া। রেল জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকেই বর্ধিত মূল্যের ভাড়া লাগবে কাউন্টার বা অনলাইন টিকিট কাটতে গেলে।
রেলমন্ত্রক সূত্রে খবর, ট্রেন অনুসারে কিলোমিটার প্রতি ১ থেকে ৪ পয়সা হারে ভাড়া বাড়ছে। নন-এসি জেনারেল ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১ পয়সা করে।
Ministry of Railways revises the basic passenger fare as per revised passenger fare table published by Indian Railway Conference Association (IRCA), effective from January 1, 2020. pic.twitter.com/SFlDt0bIv1
— ANI (@ANI) December 31, 2019
আরও পড়ুনঃ কেশপুরে এনআরসি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী ড: সৌমেন
স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস সবেতেই বৃদ্ধির হার এক। নন-এসি মেল এক্সপ্রেস ট্রেনে সব ক্লাসেই ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি ২ পয়সা। এসি ট্রেনের ক্ষেত্রে, এসি চেয়ার কার, টু টিয়ার, থ্রি টিয়ার, এসি ফার্স্ট ক্লাস–সবেতেই কিলোমিটার প্রতি ভাড়া বাড়ছে ৪ পয়সা।
পাশাপাশি পুরনো হারে জিএসটি নেওয়া ধ্রুবক থাকছে। এছাড়াও অন্যান্য সারচার্জ, রিজার্ভেশন ফি ইত্যাদির হারও একই থাকছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584