মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আজ, মহাসপ্তমী। কলকাতায় দ্বিতীয়া থেকেই মন্ডপে মন্ডপে মানুষের ঢল নেমেছে। রাস্তায় জনজোয়ার। মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখার জো নেই। গ্রাম ও মফঃস্বল থেকে শহরে ঠাকুর দেখতে আসছেন দর্শনার্থীরা। তাই ট্রেনেও অস্বাভাবিক ভিড় হচ্ছে। এই করোনা পরিস্থিতির মধ্যে এক একটা কামরায় প্রায় জনা শয়েক মানুষ উঠছেন। ট্রেনের সংখ্যা কম থাকায় দ্বিগুণ ভিড় বেড়েছে। পুজোয় দর্শনার্থীদের এই বাঁধভাঙা ভিড় দেখে এবার রাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।
গত বছর কোভিডের প্রভাবে বিপর্যস্ত হয়েছিল জনজীবন। বন্ধ ছিল লোকাল ট্রেনও। এবছরেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। তা স্বত্ত্বেও শহরের রাস্তায় জনজোয়ার আছড়ে পড়েছে। আর সেই কারণেই রাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে শিয়ালদহ ডিভিশন পুরোপুরি সিদ্ধান্ত না নিলেও প্রয়োজন হলেই রাতে ট্রেন চালাবে। এরজন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে ডিভিশন।
হাওড়ার সিনিয়র ডিভিশন্যাল অপারেশন ম্যানেজার রোশন কুমার জানান, “কোভিড শুরুর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে পুজোর দিনগুলিতে গভীর রাতে যত ট্রেন চলেছিল এবার তার থেকে বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইবছর গভীর রাতে বিভিন্ন শাখায় আটটি ট্রেন চলেছিল। এবার সেই সংখ্যাটা একটু বেড়েছে। এবছর রাতে বারোটি ট্রেন চলবে। এখন ট্রেনের সংখ্যা কম, সেইকারণে ট্রেনের ‘ব্যালান্সিং’ রক্ষা করতে সপ্তমী থেকে নবমী পর্যন্ত চারটি বাড়তি ট্রেন চলবে।”
আরও পড়ুনঃ দেশে ‘কয়লা সংকট’ নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি
রেল সূত্রে জানা যায়, হাওড়া থেকে বর্ধমান মেন শাখার জন্য একটি ট্রেন ছাড়বে রাত ১২ টা ৪৫ মিনিটে। রাত ৩ টে ১০ মিনিটে সেই ট্রেন বর্ধমান পৌঁছবে। বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে একটি ট্রেন ছাড়বে রাত ৯ টা ৩০ মিনিটে। সেটি রাত ১২ টা ০৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। হাওড়া থেকে বর্ধমান কর্ড লোকাল ছাড়বে রাত ১ টা ১৫ মিনিটে। এদিকে, বর্ধমান থেকে একটি ট্রেন হাওড়ার উদ্দেশে ছাড়বে রাত ১০টা ৩০মিনিটে।
আরও পড়ুনঃ তিন আমেরিকান অর্থনীতিবিদ একত্রে পেলেন অর্থনীতি বিভাগের নোবেল পুরস্কার
এছাড়াও, রাত ১টা, ১টা ৫০ মিনিট ও ২ টো ৫০ মিনিটে হাওড়া থেকে তিনটি ব্যান্ডেল লোকাল ছাড়বে। আবার ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশেও তিনটি ট্রেন ছাড়বে রাত ১১টা ৩০মিনিট, ১২টা ৩০মিনিট ও ১টা ৩০মিনিটে। বর্ধমান ও ব্যান্ডেল লোকাল ছাড়াও, তারকেশ্বরের উদ্দেশেও শেওড়াফুলি থেকে একটি ট্রেন ছাড়বে রাত ১২ টা ৩০ মিনিটে। অন্যদিকে, তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশে রাত ১১টা ১০ মিনিটে আরও একটি ট্রেন ছাড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584