উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রাজ্যে লোকাল ট্রেন চালু নিয়ে সোমবার রাজ্য প্রশাসনের সঙ্গে বসতে চলেছে রেল প্রশাসন। নবান্নে আয়োজিত এই বৈঠকে পৌরহিত্য করবেন রাজ্যের মুখ্যসচিব আলাপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রসচিব, পরিবহন সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।
আরও পড়ুনঃ জরিমানার বহর দেখে স্কুটার রেখে হাঁটা ধরলেন মালিক
উল্লেখ্য শনিবারই পুর্ব রেলের জেনারেল সুনীল শর্মাকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালানো নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব হরিকূষ্ণ দ্বিবেদি। অন্যদিকে রাজ্যে লোকাল ট্রেন চালু করার দাবি জানিয়ে লোকসভার কংগ্রেস পরিষদীয় নেতা অধীর চৌধুরী রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
সব মিলিয়ে আশা করা যাচ্ছে লোকাল ট্রেন রাজ্যে চালনা নিয়ে যে দাবি উঠছে, তা মিলতে চলেছে শীঘ্রই।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584