নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চা শ্রমিকদের কাজের প্রশিক্ষন দেওয়া শুরু করল ভারতীয় চা পর্ষদ। আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি চাবাগানে এই প্রশিক্ষন দেওয়া শুরু হল।
গোটা দেশে চা শ্রমিকদের কাজের মান বাড়ানোর জন্য এই ধরনের প্রশিক্ষন এই প্রথম বলে জানিয়েছেন চা পর্ষদের কর্তারা। সোমবার মাঝের ডাবরি চাবাগানের হাসপাতাল লাগোয়া হল ঘরে এই প্রশিক্ষন শুরু হয়েছে।
এই প্রশিক্ষন শিবিরে ভারতীয় চা পর্ষদের বীরপাড়ার ডেপুটি ডাইরেক্টর রমেশ কুজুর, চা পর্ষদের ডেভেলপমেন্ট অফিসার বিমান সাহা, মাঝের ডাবরি চাবাগানের ম্যানেজার চিন্ময় ধর, টি এসোসিয়েশন অব ইন্ডিয়ার কর্তা রামঅবতার শর্মা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পনেরো বছরেও তৈরি হয়নি বাসস্ট্যান্ড, যানজটে নাজেহাল ফালাকাটা
মাঝের ডাবরি চাবাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন, ভারতীয় চা পর্ষদের অসাধরন একটি উদ্যোগ এই প্রশিক্ষন। এর ফলে চাবাগানের উতপাদন গুনমান ও পরিমান দুইই বৃদ্ধি পাবে। চা শিল্পের সহায়ক হবে এই প্রশিক্ষন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584