নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রথম আর্থিক মন্দা। প্রথম ত্রৈমাসিকের জিডিপি সংকোচনের পরে, জুলাই-সেপ্টেম্বরেও জিডিপি সংকোচন ৭.৫ শতাংশ। ভারতীয় অর্থনীতি ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার কবলে। প্রথম ত্রৈমাসিকে আর্থিক সংকোচনের পরে, দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে জিডিপি সংকুচিত হয়েছে ৭.৫ শতাংশ।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি সংকোচনের পূর্বাভাস দিয়েছিল আগেই। চলতি আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার অবনমনের পরে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশে, তা স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমিন্টেশন মন্ত্রক পরিসংখ্যান দিয়ে জানিয়েছিল।
আরও পড়ুনঃ কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত
ক্রমান্বয়ে দু’ বার বা তার বেশি ত্রৈমাসিকে যখন জিডিপির হার সংকোচন হয়, তখন তাকে অর্থনীতির সংজ্ঞায় ‘আর্থিক মন্দা’ বলা হয়। অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকেও জিডিপি সংকোচনের ফলে দেশ এখন আর্থিক মন্দার কবলে।
আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা
অক্টোবর মাসে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, করোনা আবহে আর্থিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়েছে, ফলে চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি ৯.৫ শতাংশ কমে যাবে।
তাঁর বক্তব্য অনুযায়ী, প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়ায় জিডিপি নিম্নগামী হয়েছে এবং পিছিয়ে গিয়েছে অর্থনীতি। জিডিপি বৃদ্ধি পেলে আবার আগের অবস্থানে ফিরবে অর্থনীতি। চলতি আর্থিক বর্ষে শেষ ত্রৈমাসিকে উন্নতি হতে পারে দেশের আর্থিক ক্ষেত্রের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584