ভার্চুয়ালেই হল আন্তর্জাতিক ফুড ফোটোগ্রাফি প্রতিযোগিতা

0
127

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

সম্প্রতি সম্পন্ন হল আন্তর্জাতিক ফুড ফোটোগ্রাফি প্রতিযোগিতা। নিজেদের ফেসবুক পেজেই এই ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন করেছিল ফুডিজফান ডট কম। টানা ১ মাস ধরে চলেছে এই ফোটোগ্রাফি প্রতিযোগিতা।

Virtual Photography competition | newsfront.co

অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই ভার্চুয়াল প্রতিযোগিতায়। নানা ধরনের সুস্বাদু খাবার শুধু রান্না করে পরিবেশনই নয়, সেই রান্না করা খাবারের ছবিও তোলেন প্রতিযোগীরা।

Participants | newsfront.co
সুনায়রা মাহমুদ

রান্না হল একটা শিল্প এবং এই শিল্পকে নিয়ে গোটা বিশ্বে চলছে নানাধরনের পরীক্ষা নিরীক্ষা যার একটি বিশেষ বিভাগ হল ফুড ফোটোগ্রাফি। না খেয়েও শুধুমাত্র দেখে জিভের জল আনা সম্ভব ফুড ফোটোগ্রাফির মাধ্যমে। রান্না যাঁরা করতে ভালবাসেন বর্তমানে তাঁরা এই ফুড ফোটোগ্রাফির উপর জোর দেন এবং তাঁরা নজর কাড়ছেন একজন প্রফেশনাল ফোটোগ্রাফারের মত।

Online competition | newsfront.co

ফুডিজফান ডট কম-এর এই প্রতিযোগিতা মোট তিনটে বিভাগে ভাগ করা হয়েছিল। এমার্জিং কালিনারি অ্যাওয়ার্ড, স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড এবং টপ থ্রি উইনার্স। গত ২২ নভেম্বর এই প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয় ফুডিজফান ডট কমের পক্ষ থেকে। এই ফুড ফোটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে এমার্জিং কালিনারি অ্যাওয়ার্ড জিতে নেন শতাব্দী দত্ত, স্নেহা নন্দী, ফরজানা হক খানম, সুদীপ্ত সেন এবং টিনা জৈন।

আরও পড়ুনঃ পটশিল্পর আনাচ কানাচ নিয়ে এল ‘চিত্রকল্প’

Trisha Ghosh | newsfront.co
তৃষা ঘোষ

স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পান আমেরিকার দীপা মোরে এবং মুম্বাইয়ের দীপিকা বিক্রম কাশালকার। টপ থ্রি উইনার্স বিভাগে তৃতীয় ও দ্বিতীয় স্থান অধিকার করেন যথাক্রমে হাওড়ার তৃষা ঘোষ ও বাংলাদেশের সুনয়না মাহমুদ মুনমুন। আর সবাইকে পিছনে ফেলে যিনি সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন, তিনি হলেন বাঁকুড়ার রাজলক্ষ্মী ঘোষ। প্রত্যেক প্রতিযোগী পেয়ে যাবেন ফুডিজফান ডট কম-এর পক্ষ থেকে ই সার্টিফিকেট।

আরও পড়ুনঃ দরজা খুলল আইনক্স-এর

Rajlaxmi Ghosh | newsfront.co
রাজলক্ষ্মী ঘোষ

এছাড়া বিজয়ীদের জন্য রয়েছে প্রচুর উপহার। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কালিনারি এক্সপার্ট মেহেরুন্নেসা, তানিয়া শারমিন, শাহনাজ ইসলাম ও মহারাষ্ট্র থেকে ছিলেন জনপ্রিয় কালিনারী আর্টিস্ট অর্চনা আর্তে। এছাড়া ফলাফল ঘোষণার দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ এবং বিশিষ্ট শেফ নিশান্ত চৌবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here