বৃষ্টি হলেই জল জমা স্বাভাবিক হয়ে উঠেছে বর্ধমান শহরের এই রাস্তায়

0
127

সুদীপ পাল, বর্ধমানঃ

ভরা বর্ষায় নিয়মিত জল জমে রাস্তায় এটা স্বাভাবিক হয়ে উঠেছে বর্ধমানের ১ নং ওয়ার্ডের গোলাপবাগ মোড় থেকে আমতলা শরৎপল্লী যাওয়ার রাস্তায়। ভরা বর্ষা ছাড়াও সামান্য বৃষ্টিতেও জল নিকাশী ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমেই থাকে। ফলে জল পেরিয়েই নিত্যদিনের যাতায়াত। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন জল পেরিয়ে এইভাবে যাওয়া যেমন দুর্বিষহ অন্যদিকে জমা জল থেকে রয়েছে রোগের আশঙ্কা। ডেঙ্গু থেকে শুরু করে মশাবাহিত রোগের প্রকোপ বর্ষায় শহর জুড়ে বৃদ্ধি পায়। এই রাস্তাতেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। ফলে পড়ুয়ারাও এই রাস্তা ব্যবহার করে। জমা জল পেরিয়ে যাওয়া আসা অত্যন্ত অস্বাস্থ্যকর বলে মত অভিভাবকদের। সারা বর্ধমান জুড়ে যখন উন্নয়ন হচ্ছে তখন এই রাস্তার প্রতি প্রশাসনের বিমাতৃসুলভ আচরণ কেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই সেই রাস্তা

বর্ধমান পুরসভার মেয়র পারিষদ খোকন দাস বলেন, এখন শহরের জিটি রোড সম্প্রসারণের কাজ জোর কদমে চলছে। এই রাস্তাগুলির কাজ জিটি রোডের কাজ শেষ হলেই শুরু হবে। বাসিন্দাদের বক্তব্য, সামান্য বৃষ্টিতেই এই সমস্যা হলে বর্ষা বাড়লে আমাদের দুর্ভোগও বাড়বে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here