কোহলিদের ইতিহাসে প্রবেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা

0
116

স্পোর্টস ডেস্কঃ

ব্র্যাডম্যানের দেশ থেকে জয় ছিনিয়ে ইতিহাসে ঢুকে পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আটকাতে পারে একমাত্র কোন দৈবশক্তি। কারণ চতুর্থ দিনের শেষে ফলোঅন করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৬। এখনও পিছিয়ে ৩১৬ রানে। এই অবস্থায় জিততে পারে একটিই দল- সেটা ভারত। আর আরেকটি ফল হতে পারে সেটি ড্র, কারণ এখনও ভারতের এক ইনিংস ব্যাট করা বাকি। আর ড্র হলেও ইতিহাসের পাতায় ঢুকে পড়বেন কোহলি এবং কোম্পানি প্রথমবারের মত অস্ট্রেলিয়া থেকে সিরিজ জয় করে।

ছবি সৌজন্যে-https://twitter.com/Njoshi543/status/1081828294843092992?s=19

আজ চতুর্থ দিনের শুরুতে আবহাওয়া বাঁধ না সাধলে ফলোঅন আগেই হয়তো হয়ে যেত। আজ সারাদিনে মোট খেলা হয়েছে ২৫.২ ওভার। তাতে অস্ট্রেলিয়ার চারটি উইকেটের পতন হয়েছে। তাতেই অস্ট্রেলিয়াকে ৩০০ রানের মধ্যে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। ৩০০ রানে আটকে রেখে সঙ্গে সঙ্গে কোহলি অস্ট্রেলিয়াকে ফলোঅনে ডাকেন। কিন্তু মাত্র ৪ ওভার বোলিংয়ের পরেই অল্প আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। তাই এটা বলাই বাহুল্য যে ইতিহাসে ঢুকে পড়া সময়ের অপেক্ষা।(ফিচার ছবি-https://twitter.com/FinancialXpress/status/1081802881051881472?s=19)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here