মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ভারতে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন কেরলের এক বাসিন্দা। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ আসার পর ফের আক্রান্ত হয়েছেন ওই ভারতীয় তরুণী। তাঁর আরটিপিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। কিছুদিন আগেই দিল্লি ইউনিভার্সিটিতে একটি কাজে যাওয়ার কথা ছিল তাঁর। তার আগেই আরটিপিসিআর টেস্ট করেন তিনি। আর সেই রিপোর্টই পজিটিভ আসে।
চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়তেন ওই তরুণী। সেখান থেকে ভারতে ফেরার পরই তাঁর শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলে। কেরলের থ্রিসুর জেলার মেডিক্যাল অফিসার ড. কেজে রীনা জানিয়েছেন, ‘করোনা দ্বিতীয় ঢেউ আসতেই ওই তরুণী আবার করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর আরটি পিসিআর রিপোর্ট পজিটিভ ও অ্যান্টিজেন রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আক্রান্ত তরুণীর কোনও উপসর্গ নেই। তাই বাড়িতেই আছেন তিনি।
আরও পড়ুনঃ মুসলিম তরুণীদের ছবি ব্যবহার করে আপত্তিকর মোবাইল অ্যাপ্লিকেশন, FIR দায়ের দিল্লি পুলিশের
উল্লেখ্য, ২০১৯-এর শেষের দিক থেকে চিনে করোনা প্রভাব বিস্তার করতে শুরু করে। কিন্তু সেইসময় করোনা ভাইরাস ভারতকে স্পর্শ করতে পারেনি। ২০২০ সালের ৩০ জানুয়ারি এই দুঃস্বপ্ন প্রথম সত্যি হয়। ভারতেও পৌঁছে যায় কোভিড-১৯ ভাইরাস।
আরও পড়ুনঃ ফের ইরাকের করোনা হাসপাতালে আগুন, মৃত প্রায় ৬৪
চিনের উহানে পাঠরত বছর ২০-র ওই ছাত্রী সেমেস্টারের পর ছুটিতে কেরলে নিজের বাড়িতে ফেরেন। এক সপ্তাহের মধ্যেই তাঁর শরীরে প্রথম ধরা পড়ে মারণ ভাইরাসের উপস্থিতি। আক্রান্ত হওয়ার পর তাঁকে থ্রিসুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল। প্রায় সপ্তাহ দুয়েক চিকিৎসার পর তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584