আবারও নক্ষত্রপতন, প্রয়াত ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া

0
122

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০২০ ক্রমশ একটা অশুভ বছরে পরিণত হচ্ছে। একের পর এক দুঃসংবাদ আসছে বিনোদন জগত থেকে। এবার আরও একবার বিনোদন দুনিয়ায় ইন্দ্রপতন ঘটল। প্রয়াত হলেন ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া।

Vanu Athaiya | newsfront.co
ভানু আথাইয়া

দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। সংবাদসংস্থা পিটিআই-কে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন ভানু আথাইয়ার কন্যা। এদিন দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ভানু আথাইয়ার কন্যা জানিয়েছেন, “আজ, বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। ৮ বছর আগে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। অসুস্থতার কারণে গত ৩ বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন”।

আরও পড়ুনঃ টিআরপি জালিয়াতি, তিন মাসের জন্য বন্ধ নিউজ চ্যানেলের সাপ্তাহিক রেটিং

১৯২৯ সালের ২৮ এপ্রিল কোহলাপুরে জন্মগ্রহণ করেন ভানু আথাইয়া। ১৯৮২ সালে ‘গান্ধী’ ছবিতে পোশাকের দায়িত্বভার কাঁধে তুলে নজির গড়েন ভানু। ওই ছবির জন্যই সেরা কস্টিউম ডিজাইন বিভাগে প্রথম ভারতীয় হিসেবে অস্কার জিতেছিলেন তিনি।

আরও পড়ুনঃ শীঘ্রই ক্যানসারকে হারিয়ে ফিরছি, জানালেন সঞ্জয়

‘সিআইডি’, ‘প্যায়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘আম্রপালি’, ‘সুরজ’, ‘অনিতা’, ‘মিলন’, ‘রাত অউর দিন’, ‘শিকার’, ‘গাইড’, ‘অভিনেত্রী’, ‘জনি মেরা নাম’, ‘ওয়াক্ত’, ‘আরজু’, ‘গীতা মেরা নাম’, ‘আবদুল্লা’, ‘কর্জ’, ‘এক দুজে কে লিয়ে’, ‘তিসরি মঞ্জিল’, ‘মেরা সায়া’, ‘ইন্তেকাম’, ‘অগ্নীপথ’ (১৯৯০), ‘রাজিয়া সুলতান’, ‘নিকাহ’, ‘আজুবা’, ‘১৯৪২ অ্যা লভস্টোরি’র মতো ছবিতে পোশাক ডিজাইনের কাজ করেছেন ভানু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here