নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফোর্বস তালিকায় অনুযায়ী ৮৪.৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতের ধনীতম শিল্পপতি। ভারতীয় মুদ্রায় তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লক্ষ ২৫ হাজার কোটি টাকা।
তালিকা অনুযায়ী ভারতের দ্বিতীয় ধনী শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লক্ষ ৭৩ হাজার কোটি টাকা।করোনা অতিমারির কারণে গত এক বছরে ভারতীয় অর্থনীতির অবনতি হয়েছে ঠিকই কিন্তু শেয়ার বাজারে এর প্রভাব একেবারে বিপরীত। গত এক বছরে ৭৫ শতাংশ বৃদ্ধি হয়েছে সেনসেক্সে।
আরও পড়ুনঃ সহকর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে পদত্যাগ গুগলের উচ্চপদস্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞানীর
গত ১ বছরে রিলায়েন্স পা রেখেছে রিটেল মার্কেটে, এক্ষেত্রে ফিউচার গ্রুপের সাথে চুক্তি করেছে রিলায়েন্স। সংস্থার ধারের পরিমাণ কমেছে ২০২১ সালে এছাড়া উল্লেখযোগ্য ভাবে জিও থেকে গত এক বছরে রিলায়েন্সের লাভের পরিমাণ প্রায় ২ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা।
এই এক বছরে আন্তর্জাতিক স্তরে ফেসবুক ও গুগলের মতো সংস্থার সাথেও চুক্তিবদ্ধ হয়েছে রিলায়েন্স এবং সস্থার শেয়ার বিক্রি থেকেও আর্থিক লাভ হয়েছে মুকেশ আম্বানির। স্বাভাবিক ভাবেই মোট সম্পদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে তাঁর।করোনা অতিমারীর আবহে শুধু ভারতীয় শিল্পপতিরাই নন, আরো ‘বড়লোক’ হয়েছেন সারা বিশ্বের শিল্পপতিরাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584