হরষিত সিং, মালদহঃ
শিক্ষা ও খেলার পাশাপাশি আদিবাসী সংস্কৃতিকে উন্নত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই দিনব্যাপী আদিবাসী সংস্কৃতির প্রতিযোগিতার আয়োজন করা হয়।পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে, আদিবাসীদের বার্ষিক উৎসবের প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, কাউন্সিলার শুভময় বসু,আদিবাসী কল্যাণ সমিতির মালদহ শাখার ব্যবস্থাপক শুভম গুহঠাকুরতা সহ অন্যান্য আধিকারিক ও আদিবাসী শিল্পীরা।মালদা এবং উত্তর দিনাজপুর জেলার আদিবাসী শিল্পীরা এই অনুষ্ঠানে যোগদান করেন।অনুষ্ঠান শুরুতে জেলাশাসক সহ অন্যান্য অতিথিদের ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করেন আদিবাসী শিল্পীরা।
বৃহস্পতিবার দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুই জেলার শিল্পীদের নিয়ে জেলাস্তরীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মালদা কলেজ অডিটরিয়ামের দুর্গাকিংকর সদনে।এই প্রতিযোগীতায় যারা ভালো ফল করবে তারা পরবর্তীতে রাজ্যস্তরের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
নাচ,গান বাদ্যযন্ত্র এই তিনটি ভাগে ভাগ করা হয় প্রতিযোগীতা।এই প্রতিযোগিতায় মোট ৬৯১ জন শিল্পী ৬৫ টি দলে অংশগ্রহণ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584