পুলিশের উদ্যোগে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা

0
203

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Indigenous Dance Competition Initiatives by police
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যেগে ও কালিয়াগঞ্জ থানার পরিচালনায় বুধবার বিকেলে কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত ৬ নং ওয়ার্ডে রসিদপুর স্টেডিয়াম ১২টি আদিবাসী দলের একসাথে নৃত্যানুষ্ঠান অভিনবত্ব আনে। অনুষ্ঠানে স্টেডিয়াম ময়দানে পরিপূর্ণ দর্শকদের সামনে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানার অন্তর্গত মোট ১২টি সাঁওতালি নৃত্য দলের মধ্যে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Indigenous Dance Competition Initiatives by police
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি ডি এন টি সুরজিৎ দে এই সাঁওতালি নৃত্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় সকল পুলিশ আধিকারিকদের সাথে করে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আরও পড়ুনঃ আদিবাসী নৃত্য গোষ্ঠীর প্রতিযোগিতা

কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায় বলেন মোট ১২টি আদিবাসী দলের মধ্যে হেমতাবাদ ব্লক থেকে অংশগ্রহণ করে ৫টি এবং কালিয়াগঞ্জ ব্লক থেকে ৭টি দল অংশগ্রহণ করে।স্টেডিয়াম মাঠে যখন একসাথে ১২টি আদিবাসী দলের নৃত্য প্রতিযোগীতা শুরু হয় তখন এক অনাবিল দৃশ্য উপস্থিত দর্শকরা অনুভব করে থাকে।

Indigenous Dance Competition Initiatives by police
নিজস্ব চিত্র

এই ধরনের একসাথে এতগুলি আদিবাসী নৃত্যের দলের নৃত্য পূর্বে এই এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষেরা কখনই দেখেনি বলে মন্ত্যব করে।যা এক কথায় কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছে নিঃসন্দেহে।বুধবারের এই আদিবাসী নৃত্যানুষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা, মামেনা বেগম,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এবং সকল পৌর কাউন্সিলরগন।

বিচারকগন ময়দানে অনুষ্ঠিত সবকটি নৃত্য দলের নৃত্য পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করে প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকার করা নৃত্য দলের নাম ঘোষণা করেন।আদিবাসী নৃত্যে বিচারকদের চুলচেরা বিচারে প্রথম স্থান দখল করে কালিয়াগঞ্জ ব্লকের বাতাসন সগেনসাগুম আদিবাসী নৃত্য দল।দ্বিতীয় স্থান দখল করে বিষ্ণুপুর আদিবাসী ডান্স গ্রুপ ও তৃতীয় স্থান দখল করে জগ দোলা আদিবাসী ডান্স গ্রুপ।প্রথম দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকেই পুরস্কৃত করা হয়।

পূর্বের খবরঃ আদিবাসী নৃত্য গান নাটকে হুলদিবস উদযাপন গলসিতে

বিজয়ী সহ আদিবাসী নৃত্য দলের হাতে পুরস্কার তুলে দেন ডিএসপি ডি এন টি সুরজিৎ দে, কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল,জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,জেলা পরিষদ সদস্য মোমেনা আহমেদ,কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায় সহ কালিয়াগঞ্জ পৌরসভার উপস্থিত কমিশনারগন।

অনুষ্ঠানে উদ্বোধনী আদিবাসী সঙ্গীত পরিবেশন করে সুকন্ঠের অধিকারী শিশু শিল্পী লাং চিতি কিস্কু ও বেতার শিল্পী তপন চক্রবর্তী।অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর সঞ্চালনার কৃতিত্ব দাবি করতে পারে বেতার শিল্পী সৌমেশ লাহিড়ী। প্রতিকূল আবহাওয়াকে গুরুত্ব না দিয়ে প্রচুর সংস্কৃতি মানুষের ঢল আদিবাসী নৃত্য উপভোগ করবার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকে । এই ধরনের আদিবাসী নৃত্যের অভিনব অনুষ্ঠান করার জন্য পুলিশ প্রশাসনকে বিশেষ করে কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here