সোশ্যল মিডিয়ায় প্রাণনাশের হুমকির বিরুদ্ধে ধিক্কার মিছিল

0
66

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

দিনহাটার পৌরপিতা উদয়ন গুহকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে দিনহাটার রাজপথে ধিক্কার মিছিল করল পৌর কর্মচারীরা। ধিক্কার মিছিলের পাশাপাশি আইসি সঞ্জয় দত্তকে একটি স্মারকলিপিও প্রদান করেন তাঁরা।

procession | newsfront.co
মিছিল। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর উদয়ন গুহ তাঁর নিজের ফেসবুক পেজে ক্যাবের বিরোধিতা করে একটি মশাল মিছিলের ডাক দেন।

সেই পোস্টে তুষার বিশ্বাস নামে কোনও এক অপরিচিত ব্যক্তি উদয়ন গুহকে প্রাণনাশের হুমকি দেয়। গলার নলি কেটে ফেলার কথাও উল্লেখ করে ওই কমেন্টে। তারপর এই কমেন্টকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড় চর্চা। নিন্দার ঝড় বইতে থাকে জেলাজুড়ে।

আরও পড়ুনঃ আইন নিজের হাতে তুলে নিলে শাস্তি, হুঁশিয়ারি মমতার

দোষী ব্যক্তিকে গ্রেফতারের জন্য আওয়াজ তুলেছে উদয়ন অনুগামীরা। আজ সেই কমেন্টের প্রতিবাদে পৌর কর্মচারীরা দিনহাটার রাজপথে নেমে ধিক্কার মিছিল বের করে।

পৌরকর্মচারীরা ছাড়াও মিছিলে ছিলেন দিনহাটার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর-সহ পৌরসভার বড়বাবু জগদীশ রায়, ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী-সহ আরও অনেকে।

এ দিন পৌরভবন থেকে এই মিছিল বেরিয়ে দিনহাটার রাজপথ পরিক্রমা করে দিনহাটা থানায় গিয়ে শেষ হয়। এ দিনের মিছিলে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন পৌরকর্মচারীরা।

আরও পড়ুনঃ এনআরসি-ক্যাবের বিরোধিতায় রণক্ষেত্র ইসলামপুর, অবরুদ্ধ জাতীয় সড়ক

ধিক্কার মিছিলের পাশাপাশি আই সি সঞ্জয় দত্তকে দোষী ব্যাক্তিকে গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তির দাবী জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

আইসি সঞ্জয় দত্ত বলেন, “গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে একটা অভিযোগ এসেছে এবং আজকে পৌরকর্মচারীদের স্মারকলিপি পেলাম। আমরা তদন্ত করছি, আসা রাখছি খুব তাড়াতাড়ি দোষী ব্যাক্তিকে গ্রেফতার করতে পারব”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here