মনিরুল হক, কোচবিহারঃ
কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা ও দলীয় কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল হল কোচবিহারে।আজ বিকেলে বিজেপির কোচবিহার জেলা যুব মোর্চার পক্ষ থেকে এই ধিক্কার মিছিল বের করা হয়। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা, জেলা যুব মোর্চার সভাপতি সমীর রায়, যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি শৈলেন্দ্র সাউ ও অন্যান্য নেতৃত্ব।এই মিছিল কোচবিহার জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মিছিলের থেকে কাঁথিতে বিজেপি নেতা কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে ধিক্কার জানানো হয়।এদিন বিজেপি নেতা কর্মীরা হরিশ পাল চৌপথি এলাকায় রাস্তায় উপর বসে প্রতিবাদ জানাতে থাকেন।প্রায় ১৫ মিনিট অবস্থান বিক্ষোভের জেরে ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তৃণমূলের দুষ্কৃতিরা এদিন এই হামলা চালিয়েছে বলে বিজেপি নেতৃত্বের দাবি। এই ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে ধিক্কার মিছিল করা হয়। আগামী কাল দুপুরে ১ ঘণ্টা পথ অবরোধের কর্মসূচী নিয়েছে জেলা বিজেপি।

বিজেপির জেলা সভানেত্রী মালিতি রাভা বলেন,সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য কাঁথি যান আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তৃণমূলের দুষ্কৃতিরা আমাদের সভাপতির গাড়িতে হামলা চালায়।বিজেপি কর্মীদের ১৫ টি বাইক ভাঙচুর করা হয়েছে। তাদের মারধোর করা হয়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই।এখানে বিরোধী দল করা যাবে না।বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে।মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।আমরা কাঁথির ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করছি।
আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আক্রমণের অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584