শ্যামল রায়, পূর্বস্থলীঃ
শনিবার বিকেলে পূর্বস্থলী ২ নম্বর ব্লক সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে নাগরিকপঞ্জি ও ধর্মীয় হিংসা সেইসাথে বিভাজন রাজনীতির বিরুদ্ধে শান্তি সম্প্রীতি রক্ষার দাবিতে মিছিল সম্পূর্ণ হয়।
এই ধিক্কার মিছিলটি পূর্বস্থলী রেল স্টেশন থেকে শুরু হয় এবং দীর্ঘ ৮ কিলোমিটার পথ পরিক্রমা করে।
ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সুব্রত ভাওয়াল, স্থানীয় বিধায়ক প্রদীপ কুমার সাহা, সিপিআইএম নেতা রাজেন্দ্র ঘোষ, সরস্বতী বিশ্বাস, ঝুমা দত্ত, বিন কাশেম শেখ ও অনুগ্রহ একাধিক নেতারা।
ধিক্কার মিছিল ফেস্টুন এবং বিভিন্ন ধরনের জনবিরোধী নীতির বিরুদ্ধে হ্যান্ডবিল, পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন নেতা-কর্মী-সমর্থকরা।
আরও পড়ুনঃ অমিত শাহের পদত্যাগের দাবীতে বাম-কং কর্মীদের মিছিল কোচবিহারে
এরিয়া কমিটির সম্পাদক সুব্রত বলেন যে কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি নিয়ে সারা ভারতজুড়ে বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে। আমরা এই নাগরিকপঞ্জি বাতিলের দাবি জানাচ্ছি। ইতিমধ্যে দিল্লীতে গন্ডগোলের জেরে ৪২ জন মানুষ মারা গেছেন। তাই দ্রুত দিল্লীতে শান্তি ফেরানোর দাবী এবং শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে আমাদের এই ধরনের ধিক্কার মিছিল।
পূর্বস্থলী থানা এলাকার পূর্বস্থলী পাটুলি প্রভৃতি এলাকায় মিছিলটি পরিক্রমা করে। আমরা চাই এলাকায় এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এবং শান্তি-সম্প্রীতি মধ্যে দিয়ে আমরা বসবাস করতে পারি বিভাজনে বিশ্বাসী নই মানুষের জন্য , উন্নয়নের জন্য ,আমাদের কাজ হোক কথাগুলো বলেন বিধায়ক প্রদীপ কুমার সাহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584