অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে’র নামে ফেসবুকে ফেক প্রোফাইল

0
1075

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ফের আরও এক টেলি অভিনেত্রীর নামে ফেসবুকে তৈরি হল ফেক প্রোফাইল। অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে’র নামে একটি ফেক প্রোফাইল বানিয়েছে কেউ। প্রোফাইল পিকচারে ইন্দ্রাক্ষীর একটি সুন্দর ছবিও সেঁটে দেওয়া হয়েছে সেখানে।

Indrakshi Dey | newsfront.co
ইন্দ্রাক্ষী দে। ফাইল চিত্র

নিজের নামে ফেক প্রোফাইলটি দেখামাত্র ফ্যান ফলোয়ার এবং বন্ধুদের সাবধান করেছেন অভিনেত্রী৷ রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছেন সকলকে। টেলি-টলি অভিনেতা-অভিনেত্রীদের নাম ও ছবি দিয়ে ফেসবুকে প্রোফাইল বানিয়ে সময় কাটানোর ঘটনা এখন অবাক হওয়ার মতো কোনও খবর নয়।

Indrakshi Dey | newsfront.co
ধারাবাহিকের চরিত্রে সহ অভিনেত্রীদের সাথে ইন্দ্রাক্ষী দে

খবর করা হয় কেবলই সচেতনতা প্রদানের কারণে। সময়টা বড় জটিল। সেই জটিলতাকে আরও একটু উস্কে দিচ্ছে এই জাতীয় কুরুচিকর কাজকর্ম। অন্যের নামে প্রোফাইল বানিয়ে চলছে নানাবিধ আপত্তিকর কাজকর্ম। তাই সজাগ থাকতে হবে সকলকে।

Fake Id | newsfront.co
ফেক প্রোফাইলের স্ক্রিনশট

আরও পড়ুনঃ ডেটিং অ্যাপে রাজের নামে ভুয়ো অ্যাকাউন্ট, সতর্ক করলেন পরিচালক

প্রসঙ্গত, ইন্দ্রাক্ষীকে এর আগে ঝুমুর, হৃদয়হরণ, ধারাবাহিকে দেখেছেন দর্শক। এছাড়া হিন্দি ধারাবাহিক ‘জয় কানহাইয়া লাল কি’-তেও অভিনয় করেছেন তিনি। আর এখন ইন্দ্রাক্ষী অভিনয় করছেন ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে সেকেন্ড লিড-এ। চরিত্রের নাম আর্যা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here