মা-হারা দীপার জীবনের গল্প বলতে আসছে ‘মায়াভয়’

0
203

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

শীঘ্রই আসছে পরিচালক ইন্দ্রাশিস আচার্য-র নতুন ছবি ‘মায়াভয়’। ‘বিলু রাক্ষস’, ‘পিউপা’ ও ‘পার্সেল’-এর পর ইন্দ্রাশিসের পরবর্তী ছবি ‘মায়াভয়’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়। এর আগে ‘সোয়েটার’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অনুরাধা-কে।

অনুরাধা মুখোপাধ্যায়। ছবিঃ সংগৃহীত

এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অপরাজিতা ঘোষ দাস ও রাহুল ব্যানার্জী সহ অন্যান্যরা। সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘ভয়’ গল্পটির অবলম্বনে তৈরী ‘মায়াভয়’। এই ছবিত প্রথমবার প্রধান চরিত্রে দেখা যাবে অনুরাধা-কে।

টোটা রায়চৌধুরী। ছবিঃ সংগৃহীত

পরিচালক ইন্দ্রাশিস আচার্য-এর কথায়, তিনি অনুরাধার অভিনয়ের কিছু ক্লিপিংস দেখেছিলেন। আর তা দেখেই তার মনে হয়েছিল যে অনুরাধা এই চরিত্রের জন্য মাননসই একটি ব্যক্তিত্ব। চরিত্রের সঙ্গে ওর বয়সটাও বেশ ভালো মিলেছে। ছবিতে টোটা রায়চৌধুরী ও অপরাজিতা ঘোষ দাস-কে অনুরাধা-র মামা মামীর চরিত্রে দেখা যাবে এবং অবশেষে অনুরাধা যাকে বিয়ে করবে সেই চরিত্রটিতে দেখা যাবে রাহুল-কে।

অপরাজিতা ঘোষ দাস। ছবিঃ সংগৃহীত

‘মায়াভয়’-এর মুখ্য চরিত্র দীপা এক পৈশাচিক পরিবেশে বড় হতে থাকে। তার ছেলেবেলাও সেভাবেই কাটে। ওই পরিবেশেই মাকে হারায় সে। মায়ের মৃত্যুর পর বাবার বাড়ি ছেড়ে সে চলে যায় মামার কাছে। সেখানকার দিনগুলি ভালোভাবেই কাটতে থাকে দীপার। পাশাপাশি সে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয় যা তার কাছে অনুচিত বলে মনে হতে থাকে। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে দীপা। এরপরই তার অস্তিত্ব নিয়ে সমস্যা দেখা দেয়। এভাবেই দীপা-র জীবনের গল্পটা বলবে ‘মায়াভয়’।

রাহুল ব্যানার্জী। ছবিঃ সংগৃহীত

বর্তমান সমাজে সবরকমের সম্পর্ককেই মেনে নেয় মানুষ। আবার অনেকেই ভয় পেয়ে সম্পর্ক থেকে সরে আসেন। শেষপর্যন্ত তাতে কারোরই ভালো হয়না। ভালোবাসা বা প্রেমে কোনও বাঁধন রাখা উচিত নয়। বাঁধন রাখলেই সমস্যা। এই ভালোবাসাটা থেকে কিন্তু সরে আসা যায় না। তবে এটা দু’জনকেই চেষ্টা করে সরিয়ে নিতে হয়। আবার অন্যদিকে জীবনে শুধুই শিখরে উঠতে চাওয়ার ইচ্ছায় ভালোবাসাকে ত্যাগ করে দেন অনেকেই। শেষপর্যন্ত ভালোবাসা ছাড়া একটা জীবন কোথায় গিয়ে পৌঁছায় সেটাই দেখানো হবে এই ছবিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here