সুদীপ পাল,বর্ধমানঃ
আসানসোল আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেয়েছিল।সেই প্রতিমন্ত্রী প্রার্থী বাবুল সুপ্রিয় আসানসোল থেকে জয়লাভ করেছে। মন্ত্রিত্ব পাওয়ার পর আসানসোলবাসীর আশা, এই শিল্পাঞ্চল শিল্পের কলকব্জার আওয়াজে প্রাণ ফিরে পাবে।
আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন।পূর্ণমন্ত্রী না মিললেও এলাকায় খুশির হাওয়া। বাবুলের কাজের গতি প্রসঙ্গে আসানসোলের বিজেপি নেতা তাপস রায় বলছেন, রাজ্য সরকারের নানা বাধা থাকলেও বাবুল সুপ্রিয় যথেষ্ট গতিতে এলাকার উন্নতির কাজ করেছেন। তাঁর কাজের ধরন দেখেই মানুষ তাঁকে গতবারের তুলনায় প্রায় তিন গুণ বেশি ভোটে জিতিয়েছেন। শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরা নয় বাবুলের অন্যতম প্রধান বিরোধী তৃণমূলের জেলা সভাপতি তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলছেন, মানুষের স্বপ্ন আসানসোল এগিয়ে চলুক। তাঁর আশা বাবুল সুপ্রিয় সেই স্বপ্ন পূরণ করবেন। সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলছেন, শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়েছে। সেগুলির পুনরুজ্জীবন করা হোক। বার্ন স্ট্যান্ডার্ড কারখানার শ্রমিকরা যেমন আশা করছেন তাঁদের বকেয়া মেটানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ করবেন, এলাকাবাসীও সেরকমই ভাবছেন আসানসোলের শিল্পাঞ্চলের যে পুরনো চেহারা সেটি ফিরে আসবে। তৈরি হবে কর্মসংস্থান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584