সপ্তাহ না ঘুরতেই বন্ধ বর্ধমান স্টেশনের চলমান সিঁড়ি

0
75

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান স্টেশনে দিন দশেক আগে চালু হয়েছিল চলমান সিঁড়ি।কিন্তু চলার এক সপ্তাহের মধ্যেই তা অকেজো হয়ে পড়ে রয়েছে।

escalator | newsfront.co
বন্ধ সিঁড়ি।ছবিঃপ্রতিবেদক

বর্ধমান স্টেশনের যাত্রীরা বলছেন,এটি একটি জরুরি পরিষেবা।কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

যদিও স্টেশন কর্তৃপক্ষের পাল্টা দাবি,যাত্রীরা সচেতন হয়ে ব্যবহার করেনি বলেই এই সমস্যা হয়েছে। গত ১৭ জুন বর্ধমান রেল স্টেশনের এই সিঁড়ি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।গত ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়েছিল। অবশেষে সর্বসাধারণের জন্য জুন মাসে খুলে দেওয়া হল৷

উল্লেখ্য, বর্ধমান স্টেশনে প্রথম দফায় ছয় কোটি টাকা খরচ করে চারটি প্লাটফর্মে চলমান সিঁড়ি বসানোর পরিকল্পনা রয়েছে।ধীরে ধীরে বাকি প্লাটফর্মগুলোতেও চলমান সিঁড়ি বসানো হবে।

এদিন সরজমিনে গিয়ে দেখা গেল বন্ধ সিঁড়ির আশেপাশের যাত্রীরা বলছেন,জরুরি পরিষেবা কিন্তু অকেজো হয়ে পড়ে রয়েছে।তালাণ্ডুর বাসিন্দা সূর্য হালদার চিকিৎসা করাতে এসেছিলেন বাবাকে নিয়ে বর্ধমান হাসপাতালে। চলমান সিঁড়িটি বন্ধ থাকায় সাধারণ সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়েছে তাঁদের।

কিন্তু কি কারণে এক সপ্তাহের মধ্যে এটি বন্ধ হয়ে গেল? এ বিষয়ে জানা যাচ্ছে,এই সিঁড়ি শুধুমাত্র ওপরে ওঠার জন্য। সিঁড়ির উপরে এবং নিচে দুটি ‘ইমারজেন্সি সুইচ’ রয়েছে।: যদি সিঁড়িতে কেউ পড়ে যায় তাই ওই সুইচ দুটি বন্ধ করতে হবে সেই সময়। সুইচ দুটি টিপলেই থেমে যাবে সিঁড়ি। কিন্তু দেখা যাচ্ছে যাত্রীরা অকারনে এই ইমারজেন্সি সুইচটি ব্যবহার করছেন, কোন প্রয়োজন ছাড়াই। বারবার সুইচ টেপার ফলে এই চলমান সিঁড়ি এখন অকেজো।

আরও পড়ুনঃ বিজেপির ডাকা বনধে বন্ধ গড়বেতা

বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী বলছেন, যাত্রীরা সচেতন না হলে এইরকমই পরিস্থিতির সৃষ্টি হবে।তিনি যাত্রীদের সচেতন হওয়ার জন্য অনুরোধ করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here