তথ‍্য সংস্কৃতি দপ্তর ও শিশু কিশোর আ্যকাডেমির উদ্যোগে ‘গল্প বলার আসর’

0
376

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর 

শিশু কিশোর দের মধ্যে সৃজনশীল গুনাবলী বিকাশের লক্ষ্যে এবং গল্প পড়া, গল্প বলার মতো বিষয়ে আগ্রহী করে তুলতে পশ্চিম মেদিনীপুর জেল তথ্য সংস্কৃতি দপ্তরের উদ‍্যোগে রাজ্য সরকারের শিশু কিশোর আকাদেমি আয়োজিত শিশু কিশোর দের “গল্প বলার আসর” অনুষ্ঠিত হলো মেদিনীপুর টাউন বয়েজ স্কুল ও সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে।

চারা গাছে জল ঢেলে ,এই দুই হাইস্কুলের ব্যবস্থাপনায় আয়োজিত এই গল্প বলার আসরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অনন‍্যা মজুমদার। ছাত্র ছাত্রীদের সামনে গল্প বলা ও গল্প লেখার কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি গল্প বলেন এদিনের অনুষ্ঠানের​ মুখ‍্য আলোচক বিশিষ্ট সাহিত্যিক তাপস মাইতি।

মেদিনীপুর টাউন স্কুল বয়েজে গল্প বলার আসরে​ পৌরহিত্য করেন টাউন স্কুলের প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী। টাউন স্কুল বয়েজে মেন্টরের ভূমিকা পালন করেন অনামিকা তিওয়ারি, অনন্যা পান্ডে, অরুনিমা নন্দী, কৌশিক দাশ প্রমুখ শিক্ষক-শিক্ষিকার সাথে প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী স্বয়ং।

দ্বিতীয় স্কুলের আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।
পাঁচটি দলে মেন্টরের ভূমিকা পালন করেন জয়শ্রী মাইতি, জগন্নাথ মন্ডল, সঞ্জযসখা চাবরি, জগদীশ সিং,শিলা গিরি , সুদীপ কুমার খাঁড়া প্রমুখ শিক্ষক-শিক্ষিকাগণ। এই রকম একটি আসরে যোগ দিয়ে গল্প শিখতে ও গল্প বলার সুযোগ পেয়ে খুশি বিউটি ঘোষ,অসিম আক্তার জমাদার, সৌমেন মান্না, যুবোরাজ খাঁন,মহঃ জায়েদ মন্ডল, অনামিকা ভূঞ‍্যা, সোহানা পারভীন,সিমরান ইয়াসমিনের মতো কচিকাঁচারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here