শীর্ষ আদালতে প্রামাণ্য নয় আরটিআই নথি, তবে কি অ্যাক্ট গুরুত্বহীন?

0
34

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আরটিআই অ্যাক্ট সূত্রে প্রাপ্ত তথ্য প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না মামলার শুনানিতে, এমনই পর্যবেক্ষণ জানালো সুপ্রীম কোর্ট।

Supreme court
সুপ্রীম কোর্ট। নিজস্ব চিত্র

শুক্রবার, সর্বোচ্চ আদালতে বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ের আপিলের মামলার শুনানির পর্যবেক্ষণে এমনটাই বলা হয়েছে।

এলাহাবাদ হাইকোর্টের মামলাটি আশীষ কুমার নামে এক ব্যক্তি ও উত্তরপ্রদেশ সরকারের মধ্যে হয়। স্থাবর একটি সম্পত্তি ভেঙে ফেলার নির্দেশের পক্ষে রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হন মামলাকারী।

আরও পড়ুনঃ “ভোটে জেতা আর দীর্ঘমেয়াদী জনপ্রিয়তা দুটো এক নয়”, অমর্ত্য সেনের মন্তব্যের নিশানায় কি বিজেপি?

তিনি সর্বোচ্চ আদালতে জানান, একটি আরটিআই এর উত্তরে তাঁকে জানানো হয় যে ওই সম্পত্তির মাস্টার প্ল্যানে বলা হয়েছিল যে সম্পত্তিটি বসবাসযোগ্য হিসেবেই চিহ্নিত। গোরখপুর উন্নয়ন পরিষদ ওই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে যার ফলে বাড়িতে বসবাসকারী ৬টি পরিবারের ২৫ জন সদস্য তাঁদের মাথার ওপর ছাদ হারাতে চলেছেন।

আরও পড়ুনঃ রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে চলেছেন অমিত মিত্র

এরপরেই আদালত জানায় আরটিআই অ্যাক্ট সূত্রে প্রাপ্ত নথি যে সবসময়ই নির্ভরযোগ্য হবে এমন ভাবার কোনো কারণ নেই। আইনজীবীদের আইটিআই অ্যাক্ট সূত্রে প্রাপ্ত নথি শুনানিতে পেশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগস্ট মাসে। শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই প্রশ্ন উঠেছে তবে কি আরটিআই অ্যাক্টের কোন গুরুত্বই নেই!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here