প্রতিবন্ধীদের স্বনির্ভর করে তুলতে উদ্যোগ

0
86

শ্যামল রায়,কালনাঃ

সরকারের নতুন প্রকল্প মানবিক। এই মানবিক নামে প্রকল্পের পাশাপাশি একশো  দিনের কাজ সহ একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রতিবন্ধীদের জন‍্য। একথা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু। সারা জেলার সাথে কালনা কাটোয়া মহকুমা জুড়ে প্রতিবন্ধীদের স্বনির্ভর করতে নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে ব্লক প্রশাসন। মানবিক প্রকল্পে পেনশনের আবেদন পত্র অনুমোদনের পথে।
মঙ্গলবার তিনি জানিয়েছেন যে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অপুষ্টিতে ভোগা পরিবারকে যুক্ত করা হবে নানাবিধ ও প্রকল্পে। উল্লেখ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতেই নতুন প্রকল্প মানবিক আর সেইসাথে একশো দিনের কাজ সহ একাধিক সহজ কাজে সংযুক্ত করা হবে প্রতিবন্ধীদের।
দেবু টুডু জানিয়েছেন যে প্রতিবন্ধীদের উন্নতিকরণের একটি রূপরেখা তৈরি করা হয়েছে।
সেগুলোর মধ্যে উল্লেখ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে মাধ্যমে প্রতিবন্ধীদের মুরগির বাচ্চা প্রদান গবাদি পশুর খাদ্য উৎপাদনের কাজে যুক্ত করা মৎস্য দফতরের সহযোগিতায় বাড়িতে চৌবাচ্চা বানিয়ে বিভিন্ন ধরনের মাছ চাষ করা যেমন রুই মাগুর শিং প্রভৃতি জাতের মাছ তৈরি করে যোগান দেওয়ার কাজে যুক্ত করা হবে।
এর ফলে প্রতিবন্ধীরা স্বনির্ভর হতে পারবেন।এছাড়াও পঞ্চায়েতের বাগানে বা রাস্তার ধারে গাছ লাগিয়ে নজরদারি করা জল সরবরাহের কাজে যুক্ত করা হবে প্রতিবন্ধীদের।
একটি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলার তেইশটি ব্লকের একশো দিনের কাজের প্রকল্পে প্রতিবন্ধীদের নথিভুক্ত করা হয়েছে তার সংখ্যাটা হলো প্রায় ৬৩ হাজার জন।
সাম্প্রতিককালে প্রতিবন্ধীরা কাজ করেছেন প্রায় সাড়ে ৯ হাজার জন প্রতিবন্ধী।
এই আর্থিক বরসে প্রতিবন্ধীদের কর্মদিবসে সংখ্যা হয়েছে তিন লক্ষ ৯৩ হাজার ৭২৪দিন।
শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য নয় অপুষ্টিতে ভোগা শিশুদেরও পাশে দাঁড়াবে প্রশাসন।
কালনা কাটোয়া মহাকুমা জুড়ে ইতিমধ্যেই প্রতিবন্ধীদের কাজে লাগিয়েছে ব্লক প্রশাসন ।
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শিল্প উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ রায় কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া জানিয়েছেন যে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই নানান ধরনের পরিকল্পনায় শামিল করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক ভাতা পেতে ইতিমধ্যেই তাদের ব্লগে আড়াইশো জনের নাম নথিভুক্তকরণ হয়ে গিয়েছে। অন্যদিকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের প্রায় সাড়ে ৫০০ জন প্রতিবন্ধীর নাম নথিভুক্ত করা হয়ে গিয়েছে। এছাড়াও কালনা ২ নম্বর ব্লক মন্তেশ্বর ব্লকের প্রতিবন্ধীদের স্বনির্ভর করতে নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে ব্লক প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here