তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
শহরের আদলে এবার গ্রামেও শুরু হলো উন্নয়নমূলক কাজ কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক তপন দেব সিংহের উদ্যোগে। বুধবার তারই লক্ষ্যে ঝটিকা সফরে গিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশের সীমান্তবর্তী রাধিকাপুরে আগামী দিনের কি উন্নয়ন করা যায় সে ব্যাপারে খতিয়ে দেখলেন বিধায়ক তপন দেবসিংহ।
প্রথমেই তিনি চলে যান পূর্ত দফতরের আধিকারিককে সঙ্গে নিযে রাধিকাপুরে শিশু উদ্যানে। সেখানকার সামগ্রিক পরিস্থিতি দেখে তিনি জানান বিগত দিনে এখানে যে পার্কটি হয়েছে তাতে আরো অনেক কাজ বাকি রয়েছে। সে কাজগুলো রাজ্যের পরিবহন দফতরের এক কোটি টাকায় পূর্ত দফতরের মাধ্যমে সম্পন্ন করা হবে। তিনি বলেন রাধিকাপুর একটি পিকনিক স্পট। তাই এখানকার সৌন্দর্যায়ন একটু আলাদা রকম ভাবে করতে হবে। কারণ এখানে প্রচুর মানুষ আসে শীতের দিনে পিকনিক করতে। তাছাড়াও বছরের অন্যান্য সময় প্রচুর মানুষ আসে এখানে পার্কে তাদের শিশুদেরকে সঙ্গে নিয়ে। তাই পার্কের উন্নয়ন এখানে আগে দরকার।
এর পাশাপাশি বিধায়ক আরো বলেন এখানে যে ভাবে নতুন করে পার্কের কাজ হবে তা হেমতাবাদের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর আদলে করা হবে। তিনি বলেন তিনি বিধায়ক হওয়ার পরে রাধিকাপুরের উন্নয়নের স্বার্থে কিছু প্রপোজাল রাজ্য সরকারের কাছে পাঠিয়েছিলেন। সেই মোতাবেক রাজ্য সরকার এক এক করে সব অনুমোদন করছেন। তারই মধ্যে রয়েছে রাধিকাপুরের এই পার্ক। আজকে যখন রাধিকাপুরে যান বিধায়ক তখন তার সঙ্গে ছিলেন পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, বিশিষ্ট সমাজসেবী বাপ্পা সরকার সহ আরো অনেকে। বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি রাধিকাপুরের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584