শ্যামল রায়,পূর্বস্থলীঃ
মহাপ্রভু চৈতন্য দেবের শিক্ষাঙ্গন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর। এই বিদ্যানগর জগদানন্দপুর গ্রামে মহাপ্রভু চৈতন্যদেব শিক্ষা গ্রহণ করতে আসতেন নবদ্বীপ থেকে।আর এই বিদ্যানগর কে ঘিরেই এডুকেশন হাব গড়ার কাজ চলছে দ্রুত গতিতে।আর এই বিদ্যানগর এই এডুকেশন হাব এর প্রথম নিদর্শন হচ্ছে বিদ্যানগর গয়া রামদাস বিদ্যামন্দির। একটি প্রত্যন্ত গ্রাম বিদ্যানগর প্রথম গড়ে উঠেছিল এই বিদ্যালয়টি।
বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ছিলেন স্থানীয় বিধায়ক তথা শিক্ষাবিদ এবং এই বিদ্যালয় এর প্রয়াত প্রধান পরেশ চন্দ্র গোস্বামী।বিদ্যালয় কে ঘিরে এবং তৎসংলগ্ন এলাকার উন্নয়নে তিনি প্রথম হাত লাগিয়ে ছিলেন।আর আজ অসমাপ্ত কাজগুলো দ্রুত গতিতে সমাপ্ত হতে চলেছে। তিনি একাধারে ছিলেন শিক্ষক অন্যদিকে সমাজসেবী আরেকদিক রাজনীতিবিদ।পরেশ চন্দ্র গোস্বামীর হাত ধরেই এলাকায় এডুকেশন হাব গড়ার স্বপ্ন আজ অনেকটাই বাস্তবের পথে।বিদ্যানগর গয়া রামদাস বিদ্যামন্দির কে ঘিরে ইতিমধ্যেই গড়ে উঠেছে প্রশান্ত দাস গুপ্ত কলেজ অফ এডুকেশন, বিদ্যালয় এর কৃষি জমিতে গড়ে উঠেছে পূর্বস্থলী এক নম্বর ব্লক গভর্মেন্ট আইটিআই,বিদ্যালয় এর জমিতে গড়ে উঠেছে গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট।
এই কাজগুলো দ্রুত গতিতে চলছে এবং বহু কাজ বাস্তবায়নের পথে।এই কাজগুলো বাস্তবায়িত করতে পরেশ চন্দ্র গোস্বামী সুযোগ্য দুই ছাত্র রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ এবং বর্তমান বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584