নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মৃত মানুষের মতো স্ট্রেচারে রীতিমতো প্যাক করে চার ঘন্টা কাঁধে বয়ে গর্ভবতী মাকে হাসপাতালে ভর্তি করা হল। হাড়হিম করা এই ছবি বক্সা পাহাড়ের। আদমা থেকে এভাবেই প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য কাঁধে বয়ে প্রসূতিকে নামানো হল সমতলের হাসপাতালে।
এই প্রসূতি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ২০ আগষ্ট।মা সন্তান দুজনেই সুস্থ আছেন।
এই দুর্গম এলাকা থেকে মহিলাকে প্রতিষ্ঠানিক প্রসব করানোয় এখন প্রশংসা কুড়োচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া নামে সংস্থা।
বক্সা ফোর্ট থেকে আরও তিন কিলোমিটার উঠলে শ’দেড়েক দ্রুকপা মানুষের বসবাসের যে গ্রামটি পাবেন তার নাম লেপচাখা, তারপর আসে চুনাভাটি, সবশেষে আদমা গ্রাম। আদমা থেকে খাড়াই পথে নামলে অবশ্য কালচিনি ব্লকের আরেক প্রান্ত রায়মাটাং পৌঁছানো যায়, তবে সে পথ বিপদসঙ্কূল।
গত ২০-শে আগস্ট এই আদমা গ্রাম থেকে দেমকান দুকপা নামের এক প্রসূতি মায়ের প্রসব বেদনা উঠলে কীভাবে তাঁকে চারঘন্টা ট্রেক করে উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া নামে এই সংস্থ্যার কালচিনি ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার তুষার চক্রবর্তী বলেন, “ আমরা দীর্ঘদিন থেকে বক্সা পাহাড়ের প্রত্যন্ত এলাকায় এই কাজ করছি। আমরা চাইছি বক্সা পাহাড়ে ১০০ শতাংশ প্রতিষ্ঠানিক প্রসব।
আরও পড়ুনঃ খবরের জেরে ব্যক্তিগত উদ্যোগে সরল পচে যাওয়া মালা
এখানকার সকল মায়েরা যাতে হাসপাতালে এসে প্রসব করেন। এছাড়া এই গ্রামের সব শিশুদের টিকাকরনের আওতায় আনা আমাদের লক্ষ্য। আমরা আমাদের কাজ করছি। এই মা যিনি চার ঘন্টা এভাবে কাঁধে চেপে হাসপাতালে এসে সাধারণভাবে শিশুর জন্ম দিয়েছেন তার সাহসিকতাকে কুর্নিশ না জানিয়ে পারছি না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584