মনিরুল হক,কোচবিহারঃ

শপথ নিয়ে ফিরেই কোচবিহারের বিমান পরিষেবাকে নিয়মিত করতে উদ্যোগী হলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ নিশীথ প্রামাণিক।রবিবার এই বিমান বন্দর এলাকা পরিদর্শন করেন তিনি। রাজ ঐতিহ্যের কোচবিহারে বিমান পরিষেবা চালু ছিল রাজ আমল থেকেই। ৯০এর দশকে কোচবিহার থেকে দমদম নিয়মিত বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এর পরে নানা সময়ে এই পরিষেবা চালুর উদ্যোগ নেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার। বিমান বন্দর সংস্কার করা হয়। এরপর অনেক বাড়ি এই পথে বিমান চলাচল শুরু করলেও তা বেশি দিন স্থায়ী হয়নি।

এদিন তিনি এবার এই বিমান পরিষেবা যাতে পুনরায় চালু করা যায় সে ব্যপারে উদ্যোগ নিচ্ছেন নব নির্বাচিত সাংসদ নিশীথ প্রামাণিক।ইতিমধ্যেই এই বিমান বন্দরের পুরানো ফাইল ওপেন হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট অথারেটি অফ ইন্ডিয়ার কোচবিহারের আধিকারিক বিপ্লব কুমার মন্ডল। তিনি বলেন, “এই মুহূর্তে যে পরিকাঠামো কোচবিহার বিমান বন্দরে রয়েছে তা ছোট বিমান চলাচলের পক্ষে যথেষ্ট।” এই সঙ্গে তিনি আরও বলেন, “আমরা আশাবাদি ফের এই বিমান বন্দর থেকে পরিষেবা চালু হবে। বর্তমানে এই বিমান বন্দরে ১০৬৯ মিটার রানওয়ে রয়েছে কিন্তু বড় বিমান চলাচলের ক্ষেত্রে এই রানওয়ে ১৩০ মিটার বৃদ্ধি হওয়া প্রয়োজন।”
এদিন বিমান বন্দর পরিদর্শন করেই আশার কথা শোনালেন সাংসদ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রাজের শাসক দলের সদিচ্ছার অভাবেই বিমান পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে। এর ফলে কোচবিহারে বিমান পরিষেবা ফের শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।”
আরও পড়ুনঃ মাধ্যমিক শিক্ষকদের চাকুরি সংক্রান্ত কর্মশালা
পাশাপাশি তিনি রাজের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “ভোটের রাজনীতি করতে গিয়ে মাঝে মধ্যে ২-৪ দিন বিমান চালিয়ে নাটক করতেন। আসলে এরা উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে রাখার চেষ্টা করেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584