শহরের ঐতিহ্যবাহী শাল গাছ বাঁচাতে সরব ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ’

0
174

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলখানার বিপরীত দিকে নব নির্মায়মান সার্কিট হাউসের প্রাচীর নির্মাণের জন্য শতাব্দী প্রাচীন বহু শালগাছের মোটা মোটা শিকড় কেটে ফেলে হচ্ছে।

Initiative to save traditional Shawl tree
ধ্বংসের অপেক্ষা।নিজস্ব চিত্র

শাল গাছগুলোকে মেরে ফেলার ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে শনিবার সাড়ে চারটায় ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ’ এর এক প্রতিনিধি দল ঝাড়গ্রামের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন। মহকুমা শাসকের অনুপস্থিতিতে আধিকারিক শৈলশিখর সরকার ডেপুটেশন নেন।

Initiative to save  traditional Shawl tree
স্মারক লিপি।নিজস্ব চিত্র

প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। নাগরিক কমিটি জানিয়েছে,’আমাদের আশ্বস্ত করে ঝাড়গ্রাম শহরের প্রাচীন শালগাছের রক্ষা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়ার প্রয়াস চালাবেন।’

আরও পড়ুনঃ পথের প্রাণীদের তেষ্টা মেটানোর জন্য মাটির পাত্র স্থাপন

শহরের গাছগুলিতে পেরেক-গজাল পুঁতে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here