পিয়ালী দাস, বীরভূমঃ
মোটরবাইকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিজেপির একটি সাংগঠনিক বৈঠক ছিল কলকাতায়। সেই সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বীরভূম থেকে দুধকুমার মণ্ডল গেছিলেন। বাড়ি ফেরার সময় তিনি প্রথমে সাঁইথিয়া স্টেশনে নামেন এবং সেখান থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেইসময় একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরবাইকের সংঘর্ষ হয়।
জ্ঞান হারান তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে আসে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দুধকুমার মণ্ডলের বুকে, কাঁধের হাড় এবং পায়ে আঘাত রয়েছে। রাতভর হাসপাতালে দুধকুমার মণ্ডলের নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্থ সরকারি বাস
এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাতে জেলার বিজেপি নেতারা হাসপাতালে যান দুধকুমার মণ্ডলকে দেখতে। সিউড়ি সুপার স্পেশালিটি থেকে কলকাতার কোনও হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে জেলা বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584