হরষিত সিংহ,মালদা:ভোটের আগে অশান্ত কালিয়াচক ৩ ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা গ্রাম। বিজেপির এক কর্মীর বাড়িতে বোমা বাঁধার সময় তা ফেটে গিয়ে একজন আহত হয়েছে বলে জানা গেছে। যদিও তাঁর কোনো হদিশ মেলেনি। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে জেলা পুলিশ প্রশাসনের এক আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। জানা গেছে, এই এলাকাটি বিজেপির একটি শক্তিশালী এলাকা বলে পরিচিত। কালিয়াচক ৩ পঞ্চায়েত সমিতির এই আসনে বিজেপির প্রার্থী হয়েছেন প্রণবকুমার মণ্ডল। তাঁর এক আত্মীয় রাজকুমার মণ্ডলের বাড়ির ছাদে আজ বিকেলে বোমা বাঁধার কাজ চলছিল বলে সূতের খবর।রাজকুমার এলাকার বিজেপি কর্মী হিসেবে কাজ করে। হঠাত একটি বোমা ফেটে গেলে রাজকুমার মণ্ডল আহত হন। বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে কোনো গোপন আস্তানায় নিয়ে চলে যায়। খবর পাওয়ার পরেই বিশাল পুলিশবাহিনী ছুটে যায়। বাড়ীর লোক বা আহত বিজেপি কর্মীর কোনো খোঁজ পুলিশ পায়নি।তবে বাড়ির ছাদে একাধিক দাগ মিলেছে যা থেকে বোমা বাঁধার অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর একাংশের অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন অশান্তি ছড়াতেই বোমা বাধা হচ্ছিল। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584