মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেস থেকে দলে আসতে পঞ্চায়েত সদস্যদের নিয়ে গোষ্ঠী লড়াইয়ের জেরে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপির কিষান মোর্চার এক নেতা। গতকাল রাতে দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকার রাখালমারি গ্রামে ওই ঘটনা ঘটেছে। ঘটনায় আক্রান্ত রাজু চন্দ নামে ওই বিজেপি নেতাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিজেপির কিষান মোর্চার কোচবিহার জেলা কমিটির সদস্য বলে জানা গিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু বাবু অভিযোগ করে বলেন,“স্থানীয় মণ্ডল সভাপতির নেতৃত্বে তৃণমূল থেকে কিছু পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করার কথা রয়েছে।ওই দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সদস্যারা যাতে বিজেপিতে আসতে না পারে, তার জন্য প্রতিবাদ শুরু হয়। এর পিছনে আমার হাত রয়েছে বলে সন্দেহ করে: আমাকে খুন করার জন্য আক্রমণ করা হয়।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসে ভর্তি হয়েছি। সুস্থ হয়েই জেলা নেতাদের সমস্ত বিষয় জানিয়ে এর একটা বিহিত চাইব।”
কিষান মোর্চার জেলা কমিটির সদস্য রাজু চন্দের আক্রান্ত হওয়ার খবর জানেন না বলে জানিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা বলেন, “সবাই এখন জয় শ্রী রাম ধ্বনি দিয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে অনেক কিছু করে বেড়াচ্ছে।তাতে অনেক সময় আমাদের কর্মীরাও আক্রান্ত হচ্ছেন। রাজু চন্দ কিষান মোর্চার জেলা কমিটির সদস্য। তাঁর আক্রান্ত হওয়ার খবর জানা নেই। যদি আমাদের জানাত, তবে অবশ্যই দিনহাটার নেতৃত্বরা হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিতেন।বিষয়টি নিয়ে দলীয় ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকার বালিকা বাজার সংলগ্ন রাখালমারি গ্রামের বাসিন্দা বিজেপি নেতা রাজু চন্দ গতকাল রাতে টোটো চালিয়ে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন।
আরও পড়ুনঃ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে পুলিশ,অভিযোগে থানা ঘেরাও তৃণমূলের
তলোয়ার, লোহার রড নিয়ে তাঁকে তাড়া করলে দ্রুত বেগে টোটো চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু টোটোর ব্যাটারি চার্জ ফুরিয়ে যাওয়ায় পিছন থেকে দৌড়ে এসে তাঁর উপড়ে আক্রমণ করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584