পিয়ালী দাস, বীরভূমঃ
পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নানুর থানার রামকৃষ্ণপুর। গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। তিনি বিজেপির সমর্থক বলে দাবি।
পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রামকৃষ্ণপুর গ্রামে পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। তাই নিয়েই অশান্তির সূত্রপাত। সন্ধের সময় দু দলের মধ্যে বচসাও হয়। রাত থেকে শুরু হয় বোমাবাজি। চলে বাড়ি ভাঙচুর ও মারধর।বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, পতাকা লাগানোর সময় বচসা হয়েছিল। তারই জেরে রাত থেকে বোমা-মাস্কেট নিয়ে গ্রাম জুড়ে হামলা শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁদের কর্মী স্বরূপ গড়াইয়ের বুকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
বিজেপির জেলা সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘নানুরে বিজেপির পায়ের তলার মাটি শক্ত হচ্ছে। তাই হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এমন হামলা এই প্রথম নয়, বরং চলছেই।’’তৃণমূল নেতৃত্ব অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেন।
আরও পড়ুনঃ চাঁদা তুলতে গিয়ে গ্রেফতার ব্যবসায়ি, প্রতিবাদে অবরোধ
তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘গোষ্ঠীদ্বন্দ্বে পুড়ছে বিজেপির ঘর। এখানে তৃণমূলের কোনও ব্যাপারই নেই। ওদের দলের মধ্যেই মারপিট চলছে। আর অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে।’’
রাতে বোমাবাজির খবর পেয়েই এলাকায় পৌঁছোয় নানুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584