নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ আচমকা সামনে পড়ে যাওয়া দাঁতালের আক্রমনে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনা ঝাড়গ্রাম জেলার মাণিকপাড়া রেঞ্জের বলদমারা গ্রামের। আহত ওই ব্যক্তির নাম দিবাকর মাহাতো। স্থানীয় সুত্রে জানা গেছে রবিবার ভোরে দিবাকর বাবু বাইরে বেরিয়েছিলেন। সেই সময় গ্রামের পাশে বাঁশঝাড়ের ভেতরে দাঁতালটি দাঁড়িয়েছিল। সেইসময় ওই ব্যক্তি একেবারে হাতির সামনে পড়ে যান। এরপর দাঁতালটি শুঁড়ে ধরে আছাড় মারে দিবাকর মাহাতোকে। তার চিৎকারে পাশাপাশি লোকজনেরা ছুটে যান। স্থানীয় মানুষজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বনদফতর সুত্রে জানা গিয়েছে, মাণিকপাড়া, ঝাড়গ্রাম, লালগড় রেঞ্জ এলাকায় ওই রেসিডেন্সিলায় হাতিটি ঘোরাঘুরি করে। একের পর এক হাতির হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে বনদফতরের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584