খেজুরিতে রাজনৈতিক হিংসায় গুলিবিদ্ধ তিন বছরের শিশু

0
40

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। সোমবার সন্ধ্যে নাগাদ খেজুরির ২ নং ব্লকের হলুদবাড়ী ১ নং অঞ্চলের দেখালী ১৫৮ নং বুথে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হয়েছে তিন বছরের এক শিশু।

rwitika | newsfront.co
চিকিৎসাধীন গুলিবিদ্ধ ঋতিকা। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যে থেকেই ওই এলাকায় বোমাগুলির শব্দ শোনা যাচ্ছিল। সন্ধ্যে ৭টা নাগাদ বাড়ির বাইরে খেলা করার সময় স্থানীয় বিজেপি কর্মী মন্টু দোলইয়ের তিন বছরের মেয়ে বাড়ির বাইরে খেলা করছিল। সেই সময় আচমকাই মেয়েটি শব্দ করে লুটিয়ে পড়ে।তাঁকে তুলে নিয়ে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, মেয়েটির গুলি লেগেছে। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে।

bullet | newsfront.co
উদ্ধার হওয়া গুলি।নিজস্ব চিত্র

খেজুরি-২ এর উত্তর মন্ডলের বিজেপির যুব সভাপতি রনজিৎ মন্ডল জানান, গতকাল সন্ধ্যে থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁরা এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি ছুঁড়ছিল। সেই সময়ই মন্টু দোলাইয়ের মেয়ে তিন বছরের মেয়ে ঋতিকা গুলিবিদ্ধ হয়। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

violence | newsfront.co
হিংসার কবলে তছনছ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় বুড়িবালাসন নদীতে তলিয়ে গেল যুবক, ব্রিজের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

এরপরেই পুলিশকে খবর দেওয়া হলে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তাঁরা চলে যাওয়ার পরেও সারারাত ধরে এলাকায় বোমা ও গুলি ছুঁড়ছে দুষ্কৃতীরা। তবে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here