সোমবার সকালে কামাখ্যাগুড়ি ঘোড়ামারা রেলগেট সংলগ্ন ভল্কা বারোবিশা রাজ্য সড়কে একটি বালি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শংকর রায়(১৯) নামের কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিজস্ব চিত্র
আহত যুবককে কামাখ্যাগুড়ি গ্রামীন হাসপাতাল থেকে কোচবিহারে তৎক্ষণাৎ পাঠানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এই ঘটনার জেরে স্থানীয় জনতার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
নিজস্ব চিত্র
এই ঘটনার পরেই কামাখ্যাগুড়ি নবশ্রী ক্লাবের প্রাঙ্গনে ট্রাকটিকে আটক করে বিক্ষুব্ধ জনতা এবং ভাঙচুর চালানো হয়।পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ক্ষুব্ধ বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ডাম্পার ও ট্রাকগুলি ব্যস্ত সড়কে প্রচন্ড গতিতে চলাচল করে।খবর পেয়ে কামাখ্যাগুড়ি পুলিশ আউটপোস্ট ও কুমারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় বাসিন্দারা।অবশেষে পুলিশের আশ্বাসে প্রায় দুই ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584