বাড়ি লাগোয়া বেআইনি বাজি কারখানা, বিস্ফোরণে গুরুতর আহত দম্পতি

0
69

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

injured couple at explosion | newsfront.co
বিস্ফোরণ স্থল। নিজস্ব চিত্র

ফের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ। নিজেদের বসতবাড়ির সঙ্গেই অবৈধ বাজি তৈরীর কারখানাটি রেখেছিলেন ওই দম্পতি। রবিবার ভয়াবহ বিস্ফোরনটি ঘোষ ডিহা গ্রামে। বিস্ফোরণ অভিঘাতে পুরোপুরি উড়ে, পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানাটি। ঘটনায় ঝলসে গেছে বাজি কারখানার মালিক হারাধন।

injured couple at explosion | newsfront.co
আহত হারধন গায়েন। নিজস্ব চিত্র

গায়েন ও তাঁর স্ত্রী অর্চনা গায়েন। মরণাপন্ন দুজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে কলকাতার এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান দুজনেরই বাঁচার সম্ভাবনা ক্ষীণ, ৮০ থেকে ৯০ শতাংশ ঝলসে গেছে দেহ।

injured couple at explosion | newsfront.co
অর্চনা গায়েন। নিজস্ব চিত্র

গ্রামের বাসিন্দা হারাধন গায়েন নিজের বাড়িতেই বাজি তৈরী করতেন অবৈধ ভাবে। গ্রামবাসীদের নিষেধাজ্ঞা সত্বেও এই বাজির তৈরীর কাজ চালিয়ে যাচ্ছিল। রবিবার বিকেলে তাঁর বাড়িতে রান্নার গ্যাস থেকে কোনোভাবে আগুন ছড়িয়ে গিয়েছিল। সেই আগুন গিয়ে বাড়ির মধ্যে মজুত রাখা বারুদে লেগে যায়। তা থেকেই বিস্ফোরণ হয় পরপর। বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পায়নি হারাধন বাবু ও তাঁর স্ত্রী অর্চনা গায়েন। বাড়িতে পরপর বিস্ফোরণ ঘটতে থাকে মজুদ বোমাগুলি থেকে৷ গ্রামবাসীরা দ্রুত এসে কোনোভাবে ওই দম্পতিকে উদ্ধার করে প্রথমে কেশপুর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ এসএসবি জওয়ানদের ছোঁড়া ঢিলে নিহত কিশোর

পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা নাগাদ অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতায় রেফার করা হয়। ঘটনার পরে গ্রামবাসীরা অনেক চেষ্টা করে আগুন নিভিয়েছে৷ ঘটনাস্থলে হাজির হয় কেশপুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here