হরষিত সিংহ,মালদা: বোমাবাজির ঘটনার গুরুতর জখম ৮ কংগ্রেস কর্মী ৷ অভিযোগের তির শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ৷ মালদহের রতুয়া – ১ ব্লকের চাঁদমুনি – ২ গ্রাম পঞ্চায়েতের ঝগড়াপাথার গ্রামে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৷ আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছেএলাকা জুড়ে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷
জানা যায় , গতকাল রাত ১১টা নাগাদ নির্বাচনি কাজকর্ম সেরে ঝগড়াপাথার গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলেন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী ৷ ওই সময় তাঁদের সঙ্গে এলাকার তৃণমূল কর্মীদের বিবাদ শুরু হয় ৷ বিবাদ চলাকালীনই শুরু হয় বোমাবাজি ৷ বোমার আঘাতে আহত হন অমূল্য মোশাহার (৩৫), ডোমা মোশাহার (৫০), জীতেন মোশাহার (২৮), হরগোবিন্দ মোশাহার (৪৫), পঞ্চা মোশাহার (৪০), কার্তিক মোশাহার (৩৫), নিখিল মোশাহার (২২) ও দুলাল মোশাহার (৩৫) ৷ তাঁরা সবাই ওই এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত ৷ জখমদের প্রথমে সামসি গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় |পরে রাতেই তাঁদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় | সেখানেই তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে কংগ্রেস সূত্রে খবর | ওই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ ৷ পুলিশই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷
কংগ্রেসের দাবি , ওই গ্রাম পঞ্চায়েত এলাকাটি দীর্ঘদিন ধরেই তাদের শক্ত ঘাঁটি | এলাকা দখল করতে শাসকদল মরিয়া |তাই তারা ঘটনাটি ঘটিয়েছে | শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ রতুয়া -১ ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ হামেদ বলেন , ” আমাদের দলের কর্মী-সমর্থকরা নির্বাচনি কাজ সেরে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ৷ ওই সময় এলাকার তৃণমূল কর্মী সুবল কর্মকারের বাড়িতে পিকনিক করছিল শাসকদলের বেশ কিছু কর্মী-সমর্থক ৷ হঠাৎ তারা সুবলের বাড়ি থেকে বেরিয়ে এসে চায়ের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584