সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

কাকিমার সাথে ভাসুরপোর অবৈধ সম্পর্ক।ছেলের অবৈধ সম্পর্কের দাম দিতে না পারায়,দাদাকে মারলো ভাই।

নিজের মেজ ভাইয়ের স্ত্রীর সাথে ছেলের অবৈধ সম্পর্ক জানাজানি হতেই শুরু হয় অশান্তি।নিজের স্ত্রীর সাথে ভাইপোর অবৈধ সম্পর্কের মূল্য হিসাবে কাকা কুড়ি হাজার টাকা দাবি করে।ছেলেকে সম্পর্ক থেকে বের করে আনতে তাতেই রাজি হয় দাদা,কিন্তু পরবর্তীতে আরও টাকার দাবি করে ভাই।সে টাকা দিতে না পারায় দাদাকে শাবল দিয়ে আক্রমণ করে ভাই।
ঘটনাটি ঘটেছে ক্যানিং গোবরামারি গ্রামে।আহতের নাম লক্ষন সরদার।

পরিবার সূত্রে জানা গেছে, লক্ষণ সরদারের ছেলে বকুল সরদারের সাথে অবৈধ সম্পর্ক তৈরী হয় মেজো ভাই নিরঞ্জন সরদারের স্ত্রীর।আর সেই ঘটনা জেনে যায় ভাই নিরঞ্জন।একটি সালিশি সভা ডেকে কুড়ি হাজার টাকা চায় ভাই নিরঞ্জন।সে টাকা দিলেও খুশি নন ভাই।সে আরও কুড়ি হাজার টাকা চায়।
বর্ধিত টাকা দিতে দাদা অপারগ জানালে।দাদা লক্ষ্মণকে শাবলের বাড়ি মারে নিরঞ্জন।
আরও পড়ুনঃ শ্বশুরবাড়ির লোকের গঞ্জনায় আত্মঘাতী গৃহবধূ

আহত লক্ষ্মণকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584