মনিরুল হক, কোচবিহারঃ
জমি নিয়ে পারিবারিক বিবাদ ও সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনহাটা-২ ব্লকের নাজিরহাটের দক্ষিণ মশালডাঙ্গা গ্রামে। ওই ঘটনার খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনার জেরে দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, আহত ওই চারজনের নাম সাইদুল আলি প্রামানিক, আসরাফুল আলি প্রামানিক, খালেক মন্ডল ও মধু মন্ডল। তাদের বাড়ি দিনহাটা-২ ব্লকের নাজিরহাটের দক্ষিণ মশালডাঙ্গা গ্রামে। জানা গেছে, তাদের বাড়ির পাশে জমি রয়েছে। অভিযোগ, খালেক মন্ডল ও তার পরিবারের লোকজন সাইদুল আলি প্রামানিকদের জমি এদিন জোর পূর্বক দখল করার চেষ্টা করে। সাইদুল ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে গেলে খালেক মন্ডল ও তার পরিবারের লোকজন ওই পরিবারের লোকেদের উপর চড়াও হয়। তারা প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। সংঘর্ষে উভয় পক্ষের চারজন রক্তাত্ব হয়ে পড়লে স্থানীয়রাই তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
সাইদুল আলি প্রামানিকের ভাই আশাদুল আলি প্রমানিক বলেন, খালেক মণ্ডলরা তাদের জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করে। তারা বাধা দিতেই তাদের উপর লাঠি শোটা ও অস্ত্র নিয়ে আঘাত করা হয়। পাশাপাশি খালেক মন্ডলদের বক্তব্য তাদের জমি এদিন বেড়া দিতে গেলে সাইদুল ও তার পরিবারের লোকেরা আক্রমন করে। এই ঘটনায় তাদের দুই জন আহত হয়। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584