নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল থানার লক্ষ্মপুর গ্রাম। অভিযোগ,লাঠি, রড, বাঁশ নিয়ে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা।তাদের আক্রমণে তৃণমূলের ৪ জন আহত হয়েছেন। তবে,বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।তাদের দাবি, এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব।
শুক্রবার বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল লক্ষ্মপুর গ্রামে। বিকালে অনুষ্ঠনের সময় তারা পতাকা উত্তোলন করছিলেন। সেইসময় তৃণমূলের কিছু কর্মীর সাথে বিজেপি কর্মীদের তর্ক বিতর্ক হয়।এই নিয়ে হাতাহাতি থেকে মারামারি শুরু হয় বলে অভিযোগ।মারামারিতে উভয় পক্ষের কয়েক জন অাহত হয়। তৃণমূলের ৪ জন কর্মী আহত হন।আহতরা ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অাহত তৃণমূল কর্মীরা জানান,বিজেপির পতাকা উত্তলোনের সময় তারা বাজারে দিকে যাচ্ছিলেন সেই সময় বিজেপির শতাধিক কর্মী সমর্থক আচমকা তাদের ওপর লাঠি, রড, বাঁশ নিয়ে হামলা চালায়।লাঠির অাঘাতে তাদের ৪ জন জখম হয়।এক জনের মাথা ফেটে যায়।বিজেপির পাল্টা অভিযোগ,এটা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের কারণে হয়েছে।এই ঘটনায় তাদের দল কোনওভাবে জড়িত নয়।
আরও পড়ুনঃ বন্যা দুর্গত কেরলের পাশে দাঁড়াতে পথে শিক্ষার্থীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584